লাইফস্টাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লাইফস্টাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 


মান্দা (উপজেলা প্রতিনিধি):

নওগাঁর মান্দায় মো. মেহেদী হাসান টগরের স্ত্রী রুনা আক্তার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তার স্বামীর বিরুদ্ধে থানায় করা অভিযোগ এবং বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।



রবিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) মান্দা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বামীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।


লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, গত ১০ আগস্ট মান্দা থানায় শরিফা বেগম নামে এক নারী তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। পরবর্তীতে ১৬ আগস্ট বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়।


লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযোগকারী শরিফা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বড় ছেলে আকাশ মাদকসেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে একাধিক মামলার আসামি এবং বর্তমানে জেলহাজতে রয়েছে। এছাড়া ওই নারী স্বামীর মৃত্যুর পর আপন ভাগিনাকে বিয়ে করেন, যার কারণে সমাজ তাকে একঘরে করে।


তিনি অভিযোগ করেন, শরিফা বেগম তার দুই ছেলে, বর্তমান স্বামী ও ছোট মেয়ের জামাইকে নিয়ে একাধিক অমানবিক ঘটনায় জড়িত। কয়েক মাস আগে গরম পানি ঢেলে মানুষ পুড়িয়ে দেওয়া ও দোকানঘর ভাঙচুরের ঘটনাও ঘটিয়েছে তারা। এসব ঘটনার প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ১০ আগস্ট রাত ৯টার দিকে শরিফা বেগম টগরের বাড়িতে এসে গালিগালাজ ও অপমানজনক আচরণ করে এবং টগরের স্ত্রীকে মারধরের চেষ্টা চালায়। ওই ঘটনাকে অতিরঞ্জিত করে থানায় অভিযোগ ও সংবাদ প্রচার করা হচ্ছে।


এছাড়া তিনি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরীর আনা অভিযোগকেও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, আমার স্বামী বিএনপির একজন সাধারণ কর্মী। কোনো প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। প্রকৃত কারণ হলো, আমার স্বামী পূর্বে সেলিম মোর্শেদ চৌধুরীর মাদকাসক্তি নিয়ে কথা বলেছিলেন। সালিশে তিনি হেরে যাওয়ার পর থেকেই আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন।


তিনি আরও অভিযোগ করেন, সেলিম মোর্শেদ চৌধুরী পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল করে হাসপাতাল মোড়ে ২০-৩০টি অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এছাড়াও স্থানীয় একটি মসজিদের সভাপতি হওয়ার পর সামনের জমি দখল করে মাইক্রোবাস গ্যারেজ তৈরি করেছেন। এসব কর্মকাণ্ড দলের আদর্শের পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।


লিখিত বক্তব্যে টগরের স্ত্রী আরও বলেন, টগরের ছোট মা ও ছোট ভাইয়ের স্ত্রীও শরিফা বেগমের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত। বিষয়টি নিয়ে স্বামী প্রতিবাদ করায় তারা নানা অপপ্রচার চালাচ্ছেন।


সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তার স্বামীর বিরুদ্ধে ভবিষ্যতে কেউ মিথ্যা অপপ্রচার চালালে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।

মান্দায় ৩৪৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মান্দায় ৩৪৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

 

উৎপল কুমার, মান্দা (উপজেলা প্রতিনিধি)

​তথ্য প্রযুক্তির যথাযথ

 ব্যবহার এবং উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে নওগাঁর মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৪৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 


গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে মান্দা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ​অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন আহমেদ। 


অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে অভিভাবকদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করা হয়।


​​অনুষ্ঠানে প্রধান আয়োজক ডা. ইকরামুল বারী টিপু তার বক্তব্যে বলেন, মেধা দেশের সম্পদ। তোমাদের মেধা ও সততা দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।


তিনি আরও বলেন, প্রযুক্তি জ্ঞান এবং নৈতিকতার সমন্বয়ই সফলতার মূল চাবিকাঠি। শুধুমাত্র ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে, মানবিকতা, সততা এবং সামাজিক দায়িত্ববোধের মতো গুণাবলী অর্জন করাও অত্যন্ত জরুরি। 


তিনি অভিভাবকদেরও শিক্ষার্থীদের মানবিকতা, সততা, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান।


​অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফলের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মানবিক গুণাবলি, সৃজনশীলতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে।


এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মান্দা থানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মিশকাত শাকিরা, বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. রাজিয়া সুলতানা, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাহারিয়া লিমুন। 


অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার স্বপন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মো. মুহসিন আলী, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক জনাব সাদেরুল ইসলাম সদর, যুগ্ম আহ্বায়ক চককামদেব বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মান্দা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেকুন বেগম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ইরফান আলী মিয়া, সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন প্রমুখ।


শিক্ষা সহায়তায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চকউলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

শিক্ষা সহায়তায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চকউলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

 


উৎপল কুমার, মান্দা (উপজেলা প্রতিনিধি)

নওগাঁর মান্দায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চকউলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 


শনিবার (১৬ আগস্ট ) সকালে চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়।


চকউলী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আল-ইমরান। 


উদ্দেশ্য ও কার্যক্রম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সৃষ্টি করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানো। সদস্যদের বিশ্বাস, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে উৎসাহিত করবে এবং তাদের মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে অতিথিরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে দেশের সব অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অনুরূপ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।



বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই আর্থিক সহায়তা তাদের পড়াশোনায় অমূল্য ভূমিকা রাখবে। তারা ভালো ফলাফল করে এই সহায়তার মর্যাদা রক্ষার অঙ্গীকার করে। অনেকেই ভবিষ্যতে অন্যদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে।


আয়োজকরা জানান, এই কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি ও সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ একটি উন্নত সমাজ গঠনে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।


বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. হামিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য ডা. ফজলুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি মো. আবদুল মান্নান, ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ। এছাড়াও অন্যান্য সদস্যরা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন ।

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন ২৬ ডিলার নিয়োগ

মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন ২৬ ডিলার নিয়োগ

 


উৎপল কুমার,মান্দা উপজেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বচ্ছতার সঙ্গে লটারির মাধ্যমে ২২ জন নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া চারটি কেন্দ্রে একক আবেদন থাকায় সরাসরি আরও চারজন ডিলার হিসেবে নির্বাচিত হন। সব মিলিয়ে ২৬ জন নতুন ডিলার নিয়োগ পেলেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি আখতার জাহান সাথী সভাপতিত্ব করেন।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি কেন্দ্রের জন্য ডিলার চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ১৬৭ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৯৮টি আবেদন লটারির উপযুক্ত বলে বিবেচিত হয়।

ইউএনও আখতার জাহান সাথী বলেন, ডিলারের চাহিদার তুলনায় পাঁচ গুণ বেশি আবেদন পড়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ডিলাররা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা, তা নিয়মিত মনিটর করা হবে।

এদিকে, মান্দা ইউনিয়নের পিরপালী বাজার এবং তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর বাজার এ ২টি কেন্দ্রে কোনো যোগ্য আবেদনকারী না থাকায় পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে ডিলার নিয়োগ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোছা. সাবরিন মোস্তারি, উপজেলা কৃষি অফিসার মোছা. শায়লা শারমিন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান, মান্দা উপজেলার বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান (মকে), সদস্য ডা. ইকরামুল বারী টিপু, তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছরু রহমান কামরুল  পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইলিয়াস আলী প্রমুখ।

রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মান্দায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মান্দায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 


উৎপল কুমার, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁর মান্দা উপজেলার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার সকাল ১০টায় উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রসাদপুর বাজার তিন মাথার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সাংবাদিকরা প্রায় এক ঘণ্টা ধরে নীরব ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সম্রাট আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম সবুজ,মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সহ-সভাপতি, আপেল মাহমুদ, আইডিয়াল প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সদস্য  সাফিউল ইসলাম রকি, মান্দার আইডিয়াল প্রেস ক্লাবের 

 সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলসহ  মান্দা শাখার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের  সদস্য মো. ওয়াসিম রাজু,  মো. আবুল কাশেম আকাশ প্রমুখ।

বক্তারা বলেন,  সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য কাজ করেন, তারা কারও শত্রু নন। তারপরও যদি বিনা কারণে সাংবাদিকদের হত্যা করা হয়, তা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। আমরা চাই এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের সাহস না পায়।

উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করছিলেন। সেখানে একটি ক্লিনিক পরিচালনার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে তিনি সক্রিয়ভাবে সাংবাদিকতায় যুক্ত হন। গত সপ্তাহে সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন, যা দেশের সাংবাদিক সমাজকে গভীরভাবে ক্ষুব্ধ ও শোকাহত করেছে।

মানববন্ধন শেষে তিনমাথা মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

সাংবাদিক সমাজের নেতারা জানান, একজন সাংবাদিকের ওপর হামলা মানে সমগ্র সাংবাদিকতার ওপর আঘাত। তাই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানানো হয়—যেন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করা হয়, যাতে আগামী প্রজন্মের সাংবাদিকরা ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারেন।

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মান্দায় জুলাই গণ-অভ্যূত্থানের বর্ষপূতিতে বিএনপির র‌্যালি ও দোয়া

মান্দায় জুলাই গণ-অভ্যূত্থানের বর্ষপূতিতে বিএনপির র‌্যালি ও দোয়া

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যূত্থানে ‘শেখ হাসিনা সরকার’ পতনের প্রথম বর্ষপূতি উপলক্ষে আনন্দ র‌্যালি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২টায় কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ মতিন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ সরকার ও শামশুল ইসলাম বাদল, সদস্য ডা. ইকরামুল বারী টিপু, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।

সমাবেশ শেষে জুলাই গণ-অভ্যূত্থানে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মান্দায় ​জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ রাসেলের প্রতি ইউএনও’র শ্রদ্ধা

মান্দায় ​জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ রাসেলের প্রতি ইউএনও’র শ্রদ্ধা

 


উৎপল কুমার,মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় তিনি শহীদ রাসেলের নিজ বাড়ি কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এর পরে শহীদ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় ইউএনও শহীদ রাসেলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

​​পুষ্পস্তবক অর্পণ শেষে ইউএনও আখতার জাহান সাথী সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ রাসেলের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদ রাসেল দেশের জন্য জীবন দিয়েছেন। তার এই মহান আত্মত্যাগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তার স্মৃতিকে চিরদিন অম্লান রাখার দায়িত্ব আমাদের সকলের।

​তিনি আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান ও শ্রদ্ধা জানানোর মাধ্যমেই আমরা দেশপ্রেমের চেতনাকে জাগ্রত রাখতে পারি। আজকের এই দিনে শহীদ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এই সময় ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন, মান্দা থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার (এস.এ.পি) জাকিরুল ইসলাম, মান্দা থানার ওসি মুনসুর রহমান, মান্দা উপজেলা সমাজ সেবা অফিসার শাকিল আহমেদ, মান্দা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. নুরুজ্জামান, মান্দা উপজেলা আইসিটি অফিসার কামরুল আরেফিন সিদ্দিক, শহীদ রাসেলের পরিবারসহ প্রমুখ।


শনিবার, ২ আগস্ট, ২০২৫

মান্দায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মান্দায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় দক্ষিণ নুরুল্লাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে "একটি গাছ, একটি প্রাণ" এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ কলম, খাতা বিতরণ করা হয়েছে।

শনিবার (২আগস্ট) দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাকিল আহমেদ। তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

 তিনি বলেন, “শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি শিক্ষা সামগ্রী প্রদান তাদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়তা করবে।”

ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাধুবাদ জানান।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মান্দায় ৫ আগস্টের বিজয় মিছিল সফল করতে মান্দায় ডাঃ টিপু'র ব্যাপক গণসংযোগ

মান্দায় ৫ আগস্টের বিজয় মিছিল সফল করতে মান্দায় ডাঃ টিপু'র ব্যাপক গণসংযোগ

 


 মহসিন রেজা 

 নওগাঁর মান্দায় আগামি  ৫ আগস্ট দেশব্যাপী উপজেলা পর্যায়ের  বিএনপি ঘোষিত বিজয় মিছিল কর্মসূচি সফল করতে মান্দা উপজেলা বিএনপি'র পক্ষে বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করছেন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির ১নং সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। তাঁর এই গণসংযোগের অংশ হিসেবে আজ শনিবার বিকেলে তিনি বহুসংখ্যক নেতাকর্মী সহ ১০ নং নূরুল্লাবাদ ও ১১ নং কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে সর্বস্তরের গণমানুষের সাথে সাক্ষাৎ করেন এবং ৫ আগস্ট উপজেলা বিএনপি'র বিজয় মিছিলে যোগদানের আহ্বান জানান। এসময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নূরুল্লাবাদ ইউনিয়নের বটতলা, কাদিরগঞ্জ, রামনগর, কাঁঠালতলি এবং কালিকাপুর ইউনিয়নের থানতলা বাজারে কয়েকশ' নেতাকর্মী সহ বিকেল হতে সন্ধ্যার পর পর্যন্ত এই গংসংযোগ চলে।

এসময় তারঁ সাথে বিএনপি নেতা আতিকুর রহমান টুলু, ডাঃ রইস উদ্দিন, আজাহারুল ইসলাম কাজল, আফজাল হোসেন মাস্টার, মামুুনুর রশিদ মামুন, সুলতান হোসেন, মোজাহার হোসেন, কহিম উদ্দিন শাহ, নুরুল ইসলাম, মুহঃ আলাউদ্দিন, ইউনুস আলী, প্রভাষক কছিম উদ্দিন, মোশাররফ হোসেন, আকবর আলী, আব্দুল আলীম, আলতাফ হোসেন, ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ সহ যুবদলের আনারুল ইসলাম, আল মামুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, তালহা জোবায়ের, শামিম হোসাইন,  শ্রমিক দলের সহসভাপতি এনামুল হক, হায়দার আলী, পল্লী চিকিৎসক দলের সভাপতি আব্দুল মান্নান, সমবায় দলের আহ্বায়ক আব্দুল মতিন, মামুনুর রহমান, কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, খন্দকার মনজুর রহমান, সাদিকুল ইসলাম বিদ্যুৎ, ছাত্রদল নেতা সাজিদ, গোল্ডেন, রকি প্রমুখ উপস্থিত ছিলেন ।

মান্দায় চিকিৎসা নিতে যাওয়া শিক্ষক দম্পতিকে লাঞ্ছিতের অভিযোগ

মান্দায় চিকিৎসা নিতে যাওয়া শিক্ষক দম্পতিকে লাঞ্ছিতের অভিযোগ

 

মহসিন রেজা 

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে এক শিক্ষক দম্পতি লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত চিকিৎসকসহ অফিস স্টাফের কয়েকজন মিলে শিক্ষক দম্পতির ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী দম্পতি হলেন উপজেলার ফতেপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাজিবুল হক ও প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন নাহার। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষক সমাজ ও সুধী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনায় শনিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক দম্পতি।

ভুক্তভোগী শিক্ষক তাজিবুল হক বলেন, ‘আমার স্ত্রী ও আমি দুজনেই শারীরিকভাবে অসুস্থ বোধ করায় শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে দেখি জরুরি বিভাগের চিকিৎসক রিফাত বিনতে জান্নাত ওষুধ বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথাবার্তায় ব্যস্ত। আমরা ভিতরে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। এর বেশ কিছু পরে ভেতরে প্রবেশ করলেও ডাক্তার আমাদের ওপর নাখোশ হন।’

তিনি আরও বলেন, ‘আমি প্রেসার মাপতে চাইলে তিনি বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন। চিকিৎসক আমার চিকিৎসা দিলেও আমার স্ত্রীর চিকিৎসা দিতে অপারগতা জানান। এ সময় আমি মোবাইলে কিছু ভিডিও ধারণ করলে তিনি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন।’

শিক্ষক তাজিবুলের অভিযোগ, ‘পরে চিকিৎসকের ইঙ্গিতে প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ইমন, নৈশপ্রহরী সোহেল রানা, স্বেচ্ছাসেবক নাজমুল হক ও বাপ্পি নাগ এবং লাঠিয়াল বাবলু এসে আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে টেনে-হিঁচড়ে জরুরি বিভাগের ভেতরে নিয়ে হেনস্তা ও আটকে রাখা হয়।’

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক রিফাত বিনতে জান্নাত বলেন, ‘আমি যথাযথভাবে চিকিৎসা দিয়েছি। প্রেসার মাপাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে ওই শিক্ষক মোবাইলে আমার ছবি ও ভিডিও ধারণ করেন। তারা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।’

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাসনিম হোসেন আরিফ বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মান্দায় জমি বিরোধে দিনে-দুপুরে হামলা, গাছ কেটে ঘর ভাঙার অভিযোগ

মান্দায় জমি বিরোধে দিনে-দুপুরে হামলা, গাছ কেটে ঘর ভাঙার অভিযোগ

 


উৎপল কুমার, মান্দা উপজেলা, প্রতিনিধি।

নওগাঁর মান্দায় কশব ইউনিয়নে খাজুরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনে-দুপুরে বসতবাড়িতে হামলা চালিয়ে গাছ কেটে ফেলা ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মো. বাবুল হোসেন বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাবুল হোসেন ২০০২ সাল থেকে তার পৈতৃক ও দলিল সূত্রে পাওয়া ১৬ শতাংশ জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তবে দীর্ঘদিন ধরে একই এলাকার সাইদুর রহমানসহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন জুমার নামাজের সময়, বাবুল হোসেন বাড়িতে না থাকায় সুযোগ নিয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সাইদুর রহমান (৫২), তার স্ত্রী রানী বেগম (৪৫), বাকী (৫০), রহিদুল ইসলাম (৪৫) এবং আরও ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতভিটায় হামলা চালান।

এ সময় তারা খলিয়ানে লাগানো প্রায় ২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে, যার বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। পাশাপাশি তারা টিনশেডের ঘরে ভাঙচুর চালায়, এতে আরও ৩০ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা গালিগালাজ ও মারধরের হুমকি দেন।

অভিযুক্ত সাইদুর রহমান বলেন,  আমার সেখানে ৭.৩৩ ডেসিমেল জমি রয়েছে। গ্রাম প্রধানসহ প্রায় ২০-২৫ জনের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকের মাধ্যমে জমিটি আমার নামে নির্ধারণ করে দেওয়া হয়। এরপর আমি ওই জমিতে বালি ফেলে ভরাটের প্রস্তুতি নিই। তবে এরপরও, শুক্রবার আরেকটি বৈঠকের জন্য আমাকে ও আমার পক্ষের লোকজনকে ডাকা হয়। আমরা সেখানে উপস্থিত থাকলেও, অন্যপক্ষ বৈঠকে আসে না। এরপর আমি জমি দখলের জন্য কিছু গাছ কাটি ও ঘর ভাঙচুর করি। তবে এর জেরে ওরাও আমাকে মারধর করে, যার ফলে আমাকে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি হতে হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, অভিযোগ এখনো আমার হাতে পৌঁছায়নি। অভিযোগ হাতে পেলে পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ৩০ জুলাই, ২০২৫

জাল স্বাক্ষর দিয়ে কমিটি বাতিলের অপচেষ্টা, অভিযুক্ত মাদ্রাসা সুপার

জাল স্বাক্ষর দিয়ে কমিটি বাতিলের অপচেষ্টা, অভিযুক্ত মাদ্রাসা সুপার

 


উৎপল কুমার ,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় কুড়িয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। তিনি বৈধভাবে গঠিত মাদ্রাসার এডহক কমিটি বাতিলের উদ্দেশ্যে কমিটির দুই সদস্যের জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া পদত্যাগপত্র তৈরি করেন এবং তা শিক্ষা বোর্ডে দাখিল করেন।

এ বিষয়ে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. রেজাউল নবী গত সোমবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার প্রাথমিক তদন্তে অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেলে গত ২১ মে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. রেজাউল নবী, সুপার মো. জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করেন।

জানা যায়, গত মার্চ মাসের ৬ তারিখে ওই মাদ্রাসার এডহক কমিটি পাশ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এর ৫দিন পর ওই মাসের ১১ তারিখে সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে একটি অভিযোগ দেন মাদরাসার সুপার এবং সেইসাথে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার বরাবর শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান ও অভিভাবক সদস্য বাবুল হোসেনের পদত্যাগ পত্র দিয়ে কমিটি বাতিলের আবেদন করেন। এ ঘটনায় শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান ও অভিভাবক সদস্য মো. বাবুল হোসেনের স্বাক্ষর জাল করে সুপার মো. জিয়াউর রহমান একটি ভুয়া পদত্যাগপত্র প্রস্তুত করেছেন বলে মাদ্রাসার সভাপতি অভিযোগ দেন।

সরেজমিনে মাদরাসায় গিয়ে জানা যায়,  মাদ্রাসার সুপার মো. জিয়াউর রহমান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল নবীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে রেজিস্ট্রারের কাছে একটি অভিযোগপত্র দাখিল করেন। এ অভিযোগের প্রায় দুই মাস পর গত মে মাসের ২৪ তারিখে অনুষ্ঠিত এক মিটিংয়ে সকল শিক্ষক, কর্মচারী এবং পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটির সভাপতি ও মাদরাসার মিলেমিশে কাজ করার বিষয়ে একটি রেজুলেশন করা হয়। এতে সর্ব-সম্মতভাবে বর্তমান কমিটি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মাদ্রাসার সুপারের করা চাঁদাবাজির অভিযোগের তদন্ত এলে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

এ বিষয়ে মাদরাসার শিক্ষক-কর্মচারীরা বলেন, সভাপতি সুপারের কাছে চাঁদা চেয়েছেন এমন কোন কথা আমরা কখনো শুনিনি। তবে মাদরাসার সভাপতির তালিকা পাঠানো নিয়ে সভাপতির সাথে মনোমালিন্য ছিল। একারণেই হয়তোবা এ অভিযোগ করতে পারেন। 

পদত্যাগ পত্রে শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমানের স্বাক্ষরের মিল না পাওয়ায় তার কাছে জানতে চাইলে তিনি স্বাক্ষর করেছেন বলে দাবি করেন। তখন তার স্বাক্ষর করতে বললে তিনি যে স্বাক্ষর করে দেন সেই স্বাক্ষরের সাথে পদত্যাগপত্রের স্বাক্ষরের কোন মিল নেই বলে সকল শিক্ষক-কর্মচারীরাও সেটা নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিভাবক প্রতিনিধি বাবুল হোসেন বলেন, আমি কমিটি থেকে পদত্যাগ করিনি।

মাদরাসার সুপার মো. জিয়াউর রহমান  বলেন, তিনি আমাকে বলেছেন, কমিটি বের করে আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে সেটা দিতে হবে। তবে সভাপতি টাকা চেয়েছেন তার কোন প্রমাণ তিনি দিতে পারেননি এবং এই বিষয়ে কাওকে কিছু জানাননি বলে দাবি করেন। 

জানতে চাইলে মাদরাসার সভাপতি মো. রেজাউল নবী এ ঘটনাকে চরম অনৈতিক ও প্রতারণামূলক উল্লেখ করে বলেন, এ ধরনের জালিয়াতি শুধু আইন পরিপন্থীই নয়, বরং প্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থার প্রতি অবজ্ঞাস্বরূপ। আমি দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিযোগ করেছি। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ  বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একটি তদন্ত সংক্রান্ত চিঠি পাওয়া গেছে। এখনো তদন্ত সম্পন্ন হয়নি। তবে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে প্রতিবেদন পাঠানো হবে। 

অভিযোগ প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন  বলেন, অভিযোগ জমা পড়েছে কি না, তা আমি খতিয়ে দেখছি। যাচাই করে আপনাকে জানাচ্ছি।

শনিবার, ২৮ জুন, ২০২৫

মান্দা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মান্দা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

উৎপল কুমার :

মান্দা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৮জুন) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় ও বড়পই জাগরণী ক্লাব মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়।

খেলা শুরুর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সংগীত পাঠের মধ্যে  দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ ও উপজেলা প্রশাসনের লোগো সম্বলিত বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

জানাগেছে, উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনে উপজেলার ১৪ টি ইউনিয়নের অংশ গ্রহণে প্রথম ধাপে ৭টি ম্যাচে অনুষ্ঠিত হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,  সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ,মান্দা থানা অফিসার ইনচার্জ মনসুর রহমান, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক,এনামুল হক মাষ্টার,ছাত্রদলের আহ্বায়ক শহিদ্দুজ্জামান সালেক, জামায়াতের সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রাকিব ও পরানপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান প্রমুখ।

শুক্রবার, ২৭ জুন, ২০২৫

মান্দায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

মান্দায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

উৎপল কুমার

আজ ২৭ জুন রোজ শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির কর্তৃক আয়োজিত আজকের রথযাত্রা শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির এর ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ সরকার এর সভাপতিত্বে ও শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরের সাধারন সম্পাদক অনুপ কুমার মহন্ত এর সঞ্চালনায় রথযাত্রা অনুষ্ঠিত হয়।

উক্ত রথযাত্রায় উপস্থিত ছিলেন বাবু সত্যেন্দ্রনাথ প্রামানিক,বাবু শ্যামলেন্দু কুমার দাস, বাবু সুবোধ প্রামানিক, বাবু রবীন্দ্রনাথ মন্ডল, বাবু অরুন সরকার,বাবু প্রবীণ কুমার দাস , বাবু প্রশান্ত চক্রবর্তী,বাবু রতন কুমার দাস সহ শ্রী শ্রী  রাধা গোবিন্দ জিউ মন্দিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা হতে আগত পুরুষ ও মহিলা এ রথযাত্রায় অংশগ্রহণ করেন।

উক্ত রথযাত্রা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গন হইতে শুরু হয়ে মেডিকেল মোড়,চৌরাস্তার মোড় হয়ে শ্রী শ্রী দূর্গা মন্দিরে শেষ হয়।

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মান্দায় গেটকা প্রকল্পের সিভিক ফোরাম গঠন

মান্দায় গেটকা প্রকল্পের সিভিক ফোরাম গঠন

মহসিন রেজা 

নওগাঁর মান্দায় ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের আওতায় ৯ সদস্যবিশিষ্ট উপজেলা সিভিক ফোরামের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে মান্দা প্রেসক্লাবে এক মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি সংস্থা ‘বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা’ (বিএসডিও)।

ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রকল্পের নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসডিও’র গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ম্যানুয়েল টুডু।

আলোচনা পর্ব শেষে নির্বাহী কমিটির সভাপতি পদে নজরুল ইসলাম, সহসভাপতি পদে দেলোয়ার হোসেন ও আসমা ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে হয়েছেন শাহাদত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ব্রজেন হেমব্রম। নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন ডিএম আব্দুল মালেক, বাদেশ আলী, সবিতা ওরাও এবং প্রশান্ত পাহান।

আয়োজক সংস্থা বিএসডিও উপজেলা কো-অর্ডিনেটর ম্যানুয়েল টুডু জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা ও অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদারে এই সিভিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বুধবার, ২৫ জুন, ২০২৫

মান্দায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিজয়র‍্যালি

মান্দায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিজয়র‍্যালি

 

উৎপল কুমার (মান্দা উপজেলা প্রতিনিধি):

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মান্দা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বিজয়র‍্যালি করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বেলা ১২টার সময় ব্যান্ডপার্টিসহ বিজয়র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার তিনটি  ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়র‍্যালিটি উপজেলা চত্বরে এসে শেষ হয়। 

জানাগেছে, (মঙ্গলবার ২৪ জুন) মান্দা উপজেলা বনাম নওগাঁ সদর উপজেলার মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট"খেলায় নওগাঁ সদর উপজেলাকে ০১ গোলে হারিয়ে মান্দা উপজেলা চ্যাম্পিয়ন হন। 

 সকল ধরণের চেষ্টার আধার হয়ে কাজ করেছেন মান্দার সুযোগ্য ইউএনও । এজন্য তার প্রতি মান্দার সর্ব-সাধারণ অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। নওগাঁ সদর উপজেলা  থেকে জয় ছিনিয়ে আনা দুঃসাধ্য হলেও তা সাধন করে দেখিয়ে দিয়েছে আমাদের খেলোয়াড় ও সুযোগ্য ইউএনও। সর্বোপরি এ জয়ের জন্য যার অক্লান্ত পরিশ্রম চির-স্মরণীয় হয়ে থাকবে  মান্দা উপজেলার উন্নয়নের নায়ক, সমস্যা নিরসনের দক্ষ হতিয়ার ও জয়লাভের নায়ক উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। 

এবিয়য়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন,,এ খেলায় জয় আমার নয়, জয় মান্দাবাসীর। মান্দার সকলকে এক সঙ্গে জয়  ছিনিয়ে আনছি। এ খেলায় যারা সার্বিক সহযোগীতা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মান্দায় নানা বাড়ি যাওয়া হলো না শিশু আছিয়ার

মান্দায় নানা বাড়ি যাওয়া হলো না শিশু আছিয়ার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ভ্যানে করে পরিবারসহ নানা বাড়ি যাচ্ছিলো ২ বছরের শিশু আছিয়া আক্তার। যাওয়ার পথে সিএনজির ধাক্কায় প্রাণ যায় শিশুটির। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু আছিয়া আক্তার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামপুর গ্রামের আকাশ হোসেন এর এক মাত্র মেয়ে।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পলাশবাড়ি-পাঁজরভাঙ্গা সড়কের কশব ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা আহাদ আলী জানান, নিহত শিশু আছিয়া ও তার পরিবারসহ নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। কশব ইউনিয়ন পরিষদের কাছে রাস্তায় পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে শিশু  আছিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এরপর দ্রুত উদ্ধার করে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ দিকে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে পাঁজরভাঙ্গা বাজারের লোকজন চৌরাস্তার মোড়ে বেরিকেড দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে (৩৮) আটক করে। 

আটক মিজানুর রহমান রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়িয়া খামারপাড়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।   

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনার পর ঘাতক সিএনজি চালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

রাস্তার কাজে ব্যাপক অনিয়ম এর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে।

রাস্তার কাজে ব্যাপক অনিয়ম এর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে।

জেলা রিপোর্টার মোঃ শিমুল হক :

সুকানদিঘী থেকে রাজবাড়ী বাজার পর্যন্ত ২২২০মিটার/ ২.২২ কিলোমিটার  রোড পুনর্নির্মাণ  এর কাজ ডিসেম্বর ২০২৩ এ শুরু হয়ে ৫ জুন ২০২৫ এ শেষ হবার কথা ছিলো।  কন্টাকটার- মোস্তফা জামান প্রা: লিমিটেড। এতো সামান্য রাস্তার কাজ শেষ হবার কথা মাত্র কয়েকমাসেই। তর্কের খাতিরে ধরেই নিলাম ৫ জুন ২০২৫ পর্যন্ত সময় লাগবে। কিন্তু ডেট পার হয়ে যাবার পরো তাদের কোনো রেসপন্স নেই। রাস্তা উল্টিয়ে খোয়া দিয়ে চলে গেছে। অতিরিক্ত রোদ গরম হলে এই রাস্তায় ধুলার কারনে চলাচলের অনুপযোগী।  আবার বৃষ্টি হলে কাদা আর পিচ্ছিল হয়ে যায়। কিছু কিছু যায়গায় গর্ত হবার ফলে মাছ চাষের উপযোগী হয়ে গেছে। ফিনিশিং করে না ডলার জন্য অনেক গাড়ির চাকায় খোয়া ঢুকে দূর্ঘটনার শিকার হচ্ছে। তার উপর করেছে একটা কালভার্ট, দুই পাশে দিয়েছে মাটি।  রাস্তার ধুলোয় বাজারের দোকান - বাড়ি সবাই অতিষ্ট

জন-দুর্ভোগ করে এই অনিয়ম কবে শেষ হবে? রাস্তা কখন ঠিক হবে এই প্রহর গুনছে এখন এলাকাবাসী।

শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মান্দায় হাটের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মান্দায় হাটের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দা উপজেলার গোপালপুর হাটের সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। হাটের গুড়পট্টি এলাকায় তারা স্থায়ী অবকাঠামো নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযুক্তরা হলেন মোতাহার হোসেন, লালবর হোসেন, ইসমাইল হোসেন ও মছির উদ্দিন। তবে কীভাবে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে জানতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি। স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যে হাটের বেশিরভাগ সরকারি জমি দখল হয়ে গেছে। অবশিষ্ট সরকারি সম্পত্তি দখলে নেমেছেন প্রভাবশালীরা।

গোপালপুর বাজার এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতাকর্মীরা হাটের অন্তত ৯০ ভাগ সরকারি জমি দখল করে পাকা দোকানপাট নির্মাণ করেন। এখন যেটুকু জায়গা বাকি আছে, সেটাও দখল হয়ে যাচ্ছে।’

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে দখল চলতে থাকলে অচিরেই হাটের কোনও সরকারি জমিই আর অবশিষ্ট থাকবে না। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাবে, অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। জায়গা না থাকলে হাটে দোকান বসাতে পারবেন না ব্যবসায়ীরা

হাটের সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে ইজারাদার আব্দুল মতিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। হাটের জায়গা আগেও দখল হয়েছে, এখনও হচ্ছে।’

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

কবিতা

কবিতা





  নীল পরী

        রোকনুজ্জামান নোমান


হয়নি কথা, না হয়েছে দর্শন

প্রতিনিয়ত বাড়ছে তব আকাঙ্ক্ষার বর্ষণ।


তোমারি তরে পাশরি সবই

আর ভাবনাতে যেন মরি,

সাধ জাগে বড়ই জানতে, কে তুমি নীল পরী।


ওগো সুন্দরী ললনা তুমি

হাজার রীতিতে বদ্ধ,

রীতি যদি না থাকিত, 'লইতে তোমায়' বাধিয়ে দিতাম যুদ্ধ।


কবিতার কথা বুঝা বড় দায়

লিখছি প্রেমিক বেশে,

"পরী" শীতল একটু ছায়া তুমি রৌদ্র পথের শেষে,


উড়োভাবে পাঠিয়ে দিলাম মোর এই কবিতাখানি, লইবে যবে কপোতের দ্বারে বাড়িয়ে দিও পাণি।