বিশেষ সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশেষ সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 মান্দায় নুরুল্যাবাদ-মিঠাপুর সড়ক সংস্কারে এগিয়ে এল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন

মান্দায় নুরুল্যাবাদ-মিঠাপুর সড়ক সংস্কারে এগিয়ে এল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন


উৎপল কুমার,মান্দা উপজেলা প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ত্রীমহনী থেকে মিঠাপুর বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কের দীর্ঘদিনের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন।

অতিরিক্ত বর্ষণের কারণে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এতে করে স্কুল–কলেজগামী শিক্ষার্থী, রোগী ও স্থানীয়দের ভোগান্তি চরমে।

গত ১৬ ই আগস্ট সময় টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনের পর বিষয়টি নজরে আসে ইকরা সুন্নাহ ফাউন্ডেশের উপদেষ্টা মোশারফ হোসেনের। তিনি জানান, এ নিয়ে সংগঠনের সভাপতি প্রবাসী আব্দুল মতিন মৃধার সঙ্গে কথা বললে তিনি অবিলম্বে সংস্কারের নির্দেশ দেন। স্থানীয় সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মজিদ সম্রাটের নেতৃত্বে ইকরা সুন্না ফাউন্ডেশন এর সদস্যদের  ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তায় রাবিস বিছানোর কাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, অনেক দিন ধরে এই রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। আজকে যে কাজ শুরু হলো, আল্লাহ যেন তাদের ভালো প্রতিদান দেন।”

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল হক সিজার, প্রচার সম্পাদক সাংবাদিক সাফিউল ইসলাম রকি , সদস্য প্রভাষক মোঃ আরিফুল ইসলাম আরিফ, আলামিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মৃধা বলেন –

“মান্দার মানুষের কষ্ট লাঘব করতে সামান্য হলেও আমাদের এই উদ্যোগ কাজে লাগছে জেনে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। দেশের বাইরে থাকলেও আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। স্থানীয়দের সহযোগিতায় এ কাজ করা সম্ভব হয়েছে। আমরা চাই আগামীতে আরও বড় আকারে উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিতেপারব ইনশাআল্লাহ।”


বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 ৩৮৯ প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক নাই

৩৮৯ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাই


মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী জেলার এক-তৃতীয়াংশের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়া। জেলার ১ হাজার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য আছে, এর মধ্যে ৬১টি বিদ্যালয়ের পদ মামলা সংক্রান্ত জটিলতায় আটকে আছে।

বছরের পর বছর ধরে পদোন্নতি ও নিয়োগ বন্ধ থাকায় এই সংকট আরও গভীর হয়েছে। রাজশাহীর ৯টি উপজেলা এবং মহানগর এলাকার প্রায় প্রতিটি প্রান্তেই এই সংকট ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে উদ্বেগজনক অবস্থা রাজশাহী জেলার বাগমারা উপজেলায়, যেখানে সর্বোচ্চ ৯৭টি বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই। এরপরই আছে গোদাগাড়ী, যেখানে ৭১টি বিদ্যালয়ে একই অবস্থা। এ ছাড়া তানোরে ৬২টি, চারঘাটে ৩৮টি, পুঠিয়ায় ২৭টি, বাঘায় ২২টি, পবায় ২১টি, দুর্গাপুরে ২১টি, মোহনপুরে ২০টি এবং বোয়ালিয়া থানা এলাকায় ১০টি বিদ্যালয়, যেখানে প্রধান শিক্ষক নাই  । এই বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছেন।

পবা উপজেলার  ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নফুরা খাতুন বলেন, ‘প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে আমরা যারা দায়িত্ব নিচ্ছি, তাদের হাতে ক্ষমতা নেই। অথচ মিড-ডে মিল, সরকারি ডেটা আপলোড, সভা, অভিভাবক সংযোগ-সবকিছু সামলাতে হচ্ছে। পাঠদানে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ছে। ’ পবার কালুপাড়া মাধাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুমা আক্তার বলেন, ‘ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি ঠিকই, কিন্তু একজন সহকারী শিক্ষকের পক্ষে প্রশাসনিক সব দায়িত্ব সামলানো অত্যন্ত কঠিন।

পূর্ণ ক্ষমতা না থাকায় অনেক জরুরি সিদ্ধান্ত নেওয়া যায় না। ’ রাজশাহী জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ বলেন, ‘২০১০ সালের পর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ২০১৮ সালে কিছু সহকারী শিক্ষককে চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও এখন অবসরে গেছেন। ফলে প্রধান শিক্ষক পদে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। ’

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বলেন, ‘আমরা নিয়মিতভাবে শূন্য পদের তালিকা পাঠাচ্ছি।

কিন্তু পদোন্নতি না হওয়ায় সংকট কাটছে না। ’ রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, ‘সরকার পদোন্নতি বা নিয়োগ না দিলে আমার কী করার আছে। এভাবেই চলছে হচ্ছে আমাদের।


বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 ৪৯-নওগাঁ - ৪( মান্দা)  আসনে আগামিতে ধানের শীষের কান্ডারী  মানবতার ফেরিওয়ালা ডাঃ টিপু

৪৯-নওগাঁ - ৪( মান্দা) আসনে আগামিতে ধানের শীষের কান্ডারী মানবতার ফেরিওয়ালা ডাঃ টিপু


মহসিন রেজা:

৪৯-নওগাঁ - ৪( মান্দা)  আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মান্দা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু ,  যিনি নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দুর্দিনের কান্ডারী, মানবতার ফেরিওয়ালা—এই দুটি বিশেষণে যাকে অভিহিত করা যায়, তিনি হলেন ৪৯, নওগাঁ - ৪( মান্দা)  আসনের স্বনামধন্য ব্যক্তিত্ব   ডাঃ ইকরামুল বারী   টিপু,  এলাকায়  দুঃস্থ, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি  গড়ে তুলেছেন এক মানবিক রাজনীতির আদর্শ।

অসহায়দের পাশে এক অপ্রতিরোধ্য যোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দুর্দিনেও তিনি দলের জন্য সর্বোচ্চটাই  করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন এই নেতা শুধুমাত্র রাজনীতির ময়দানে নয়, মানবতার সেবায়ও অনন্য ভূমিকা রেখে চলেছেন।

বিগত সময়ে ভয়াবহ বন্যা ও করোনাকালে তিনি যা করেছেন তা এলাকার মানুষ দীর্ঘদিন মনে রাখবেন। বন্যার্তদের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ওষুুধ ও খাদ্য সহায়তা প্রদান সহ করোনাকালে   জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত রোগি দেখা, সেবা দেয়া যেন  তাঁর নেশা হয়ে গিয়েছিল। এছাড়াও শীতের মৌসুমে কম্বল বিতরণ এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো—এসব কাজের মাধ্যমে তিনি নিজেকে একজন সত্যিকারের জনদরদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সবসময়  অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছেন, ফলে মান্দা  উপজেলার মানুষের হৃদয়ে তিনি ইতোমধ্যেই স্থান করে নিয়েছেন।

রাজনৈতিকভাবে তিনি একজন কর্মিবান্ধব নেতা। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ সময়ে এসে এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে যখন প্রতিতিদিনই মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছিল তখন ডাঃ টিপুই একমাত্র নেতা যিনি নিজেও গ্রেফতার হওয়ার ঝুঁকি নিয়েই কর্মিদের জামিনের জন্য নিয়মিত কোর্ট কাচারীতে যেতেন এবং জেলখানায় গিয়েও তাদের সাথে সাক্ষাৎ করেছেন।

নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, মানবতার ফেরিওয়ালা ও দুর্দিনের কান্ডারী ৪৯, নওগাঁ -   ৪ (মান্দা)  ডাঃ ইকরামুল বারী টিপু  আসনের বিএনপি মনোনয়ন পেলে জনগণের বিপুল সমর্থন পাবেন বলে মনে করছেন তিনি । সরকারী চাকরী থেকে ইস্তফা দিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ ও  কার্যক্রমের জন্য তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন মানব দরদী জনপ্রিয় ব্যক্তি হিসেবেও পরিচিত হয়ে উঠেছেন।

আগামি দিনে এসবকিছু বিবেচনায় নিজ দল বিএনপি তাঁকে মূ্ল্যায়ন করবে বলে তিনি দৃঢ় আশাবাদী ।।


 মান্দায় পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় ডাসকোর কর্মশালা

মান্দায় পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় ডাসকোর কর্মশালা

মহসিন রেজা :

নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বিষয়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা।

ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ডা. তোফাজ্জল হোসেন, সংস্থার প্রকল্প সমন্বয়কারী রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার তামান্না জাবীন, এরিয়া অফিসার মাকসুদা খানমসহ শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন এবং মানবাধিকার লঙ্ঘনসহ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। ইউরোপীয় ইউনিয়ন এবং নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেমন এনগেজ প্রকল্পটি বাস্তবায়ন করছে

বুধবার, ১৯ মার্চ, ২০২৫

কালিগঞ্জের মৌতলায় আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

কালিগঞ্জের মৌতলায় আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

 


কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ 


সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় আদালতের আদেশ উপেক্ষা করে ধানের জমিতে মাটি ভরাট করাসহ জবর দখলের অভিযোগ উঠেছে। শান্তিরক্ষা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয় এমন আদেশে থানা থেকে নোটিশ দিলেও অজ্ঞাত শক্তির জোরে হীন কর্মকান্ড করে চলেছে মৌতলার পরমানন্দকাটি গ্রামের মৃত আঃ মোত্তালেব এর ছেলে আবু হায়াত ইছাসহ তার সহযোগীরা। থানা ও ভুক্তভোগী পরিবারের সদস্য একই গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাস এর ছেলে মাহবুবর রহমান বিশ্বাস গং সূত্রে জানগেছে, গত ১৪/০৮/ ২০০১ তারিখে ৩৪৯০ নং দলিল মূলে মাহবুবর রহমান গং শান্তিপূর্ণ ভাবে ফসলাদী করে আসছিলো। হঠাৎ ওই জমি জবর দখলের লক্ষে গত ১৫/০৩/২০২৫ তারিখ রাত আনুঃ ৯টা হতে রাত ৪ টা পর্যন্ত আবু হায়াত ইছা ও তার পুত্ররাসহ রাঠিয়াল বাহিনী টলিবর্তি করে মাটি ভরাট করে ঘেরাবেড়া দিতে থাকে। এঘটনায় মাহবুবর রহমান বাদী ১৭/০৩/২৫ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রৈট আদালতে পি-৪১৫/২৫ মামলা রুজু করেন। বিজ্ঞ আদালত অন্য কোন আদালতে ভিন্ন কোন আদেশ না থাকলে পরবর্তী শুনানী পর্যন্ত নালিশী সম্পত্তিতে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কালিগঞ্জ থানাকে নির্দেশ দেন। গত ১৭ মার্চ ২০২৫ তারিখে থানার এ এস আই সুব্রত কুমার দেবনাথ স্বাক্ষরিত উভয়কে নোটিশ দেন। অথচ আদালত ও থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধীয় জমিতে মাটি ভরাট ও ঘেরাবেড়া দেওয়ায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করছে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন ব্যাক্তিবর্গ। এব্যাপারে থানার এএসআই সুব্রত কুমার দেবনাথের সাথে কথা হলে তিনি বলেন আদালতের আদেশে আইন শৃঙ্খলা স্থিতি অবস্থা বজায় রাখতে নোটিশ দিয়েছি। কেহ আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৭৫ বছরের বৃদ্ধ আটক

ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৭৫ বছরের বৃদ্ধ আটক

 


মো: শুভ ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।  


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ ) দুপুর ২টার দিকে কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মোছা. লামিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) কৌশলে শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে।  


পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।  


ফুলছড়ি থানার পুলিশ জানায়,ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"**  


ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের জঘন্য অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।


পুলিশ আশ্বস্ত করেছে যে, শিশুটির ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সাদুল্লাপুরে আওয়ামী লীগ নেতা বিপ্লব গ্রেফতার

সাদুল্লাপুরে আওয়ামী লীগ নেতা বিপ্লব গ্রেফতার

 


মো: শুভ ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাত ৯ টার দিকে সাদুল্লাপুর শহরের কাঁচামাল আড়তের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। তিনি বলেন, আমাদের সহযোগীতায় গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেফতার করে। তাকে সদর থানায় নেওয়া হয়েছে।

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

গাইবান্ধার প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা।

গাইবান্ধার প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা।


মো: শুভ ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি।


গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়িতে পুলিশের তল্লাশিতে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে থানা হেফাজতে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নাটোরের সিংড়ায় এই ঘটনা ঘটে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা থেকে রাজশাহীতে যাচ্ছিলো প্রাইভেটকারটি। সে সময় নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিলে পুলিশের চেকপোস্ট তল্লাশি চালায় ঐ গাড়িতে। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম হিসেবে পরিচয় দেন। পরে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ তাকে পুলিশের হেফাজতে নেয়। তবে সাবিউলের দাবি করেন, এই টাকাগুলো তার জমি বিক্রির টাকা।

তিনি আরও জানান, সাবিউল ইসলামকে এখনও আটক দেখানো হয়নি। বিষয়টি দুদকে জানানো হয়েছে।

শনিবার, ১ মার্চ, ২০২৫

বাগমারায় জনপ্রতিনিধি কর্তৃক সাংবাদিককে লাঞ্চিতের চেষ্টার অভিযোগে থানায় জিডি

বাগমারায় জনপ্রতিনিধি কর্তৃক সাংবাদিককে লাঞ্চিতের চেষ্টার অভিযোগে থানায় জিডি



রাজু আহমেদ স্টাফ রিপোর্ট 

রাজশাহীর বাগমারায় সাংবাদিককে লাঞ্চিত ও হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে এক প্যানেল চেয়ারম্যানের (মেম্বার) বিরুদ্ধে। ঐ প্যানেল চেয়ারম্যারের নাম মো: তোফাজ্জল হোসেন। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নং মেম্বার এবং সাঁইপাড়া গ্রামের মৃত মুুনির উদ্দিনের ছেলে। এব্যাপারে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান। যার জিডি নং-১৪৮৮। সাহাবুর ক্রাইম নিউজ-২৪ এর বাগমারা প্রতিনিধি। এঘটনায় গত ২৭ ফেব্রুয়ারী ভুক্তভোগী সাহাবুর রহমান হাটগাঙ্গোপাড়া  মডেল প্রেসক্লাব ও সহকর্মীদের  সাথে পরামর্শ নিয়ে জিডিটি করেছেন। 

জিডি সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে টিসিবি পণ্য বিতরনে নানা অনিয়মের দৃশ্য মোবাইলে ধারণ করলে তার (সাংবাদিক) উপর ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গালাগাল করে প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এছাড়াও ভুক্তভোগী সাংবাদিককে এলাকা ছাড়া করাসহ মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। 

এব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক সাহাবুর রহমান জানান, আমি প্রায় দুই বছর যাবত সাংবাদিকতার সঙ্গে জড়িত। আমি কখনও ফেক নিউজ, ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের সাথে জড়িত থাকিনা। সবসময় সত্যকে সমর্থযোগ্য, যাচাইকৃত সূত্র থেকে প্রাপ্ত হয়ে যেকোনো তথ্য শেয়ার করে থাকি। আমি সবসময় শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রেখে তথ্য সংগ্রহ করে থাকি। তবে একজন জনপ্রতিনিধির এমন আচরনে হতাশ হয়েছেন সাংবাদিকরা। এ ব্যাপারে তিব্র নিন্দা জ্ঞাপন করেছেন হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে জানান প্রেসক্লাবটি। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে।


এমন ঘটনার ব্যাপারে বাসুপাড়া ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য ও মন্তব্য জানা সম্ভব হয়নি। 

পরে ঘটনাটি নিয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামের যোগাযোগ করলে তিনি বলেন,  একজন সাংবাদিক আমার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তবে একজন জনপ্রতিনিধি হয়ে গণমাধ্যমকর্মীর সাথে এমন আচরন করা ঠিক হয়নি বলে দুঃখ প্রকাশ করেন।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

 কালিগঞ্জে আবগারিতে যৌথ বাহিনীর অভিযানে মদ, স্বর্ণালংকারসহ আটক ৩

কালিগঞ্জে আবগারিতে যৌথ বাহিনীর অভিযানে মদ, স্বর্ণালংকারসহ আটক ৩




আলমগীর হোসেন কালিগঞ্জ 

সাতক্ষীরা'র কালিগঞ্জে মদের দোকানে যৌথ বাহিনী অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ, স্বর্ণালংকার, স্টাম ও চেকের পাতা, ভারতীয় রুপিসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জের উত্তর পার বাজারের মধ্যে আবগারিতে কালিগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনী অভিযান চালায়। এ সময়ে সেখান থেকে ৪"শ৬২ লিটার অবৈধ বাংলা মদ, ২"শ লিটারে দুটি ড্রাম, ৪০ লিটারের ড্রাম একটি, ২ লিটারের বোতল ৯টি, ৫"শ মিলির বোতল ১০টিসহ মাদক সেবীদের নিকট থেকে বন্ধককৃত ৪৫ ভরি  স্বর্ণ, সাদা স্টাম্প, ১৮টি চেক বই এবং ২ হাজার ৪০ ভারতীয় রুপি উদ্ধার সহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবগারির মালিক মোহাম্মদ ইয়াসিন আলী (৮৬) মোমরেজপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে নবাব আলী (৩২) ও বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত ভগিরথ সরকারের ছেলে অমর সরকার (৩৫)। ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান এ বিষয়ে কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আবগারিটি লাইসেন্সধারী হলেও নির্দিষ্ট ব্যক্তিদের কাছে আনুমানিক বিশ লিটার পরিমাণের বাংলা মদ বিক্রয়ের  নিয়ম থাকলেও সেখানে বেশি পরিমাণ মদ বিক্রয় হতো এলাকার উঠতি বয়সী যুবকদের কাছে মদ বিক্রির অভিযোগ রয়েছে। উপজেলা এলাকার উঠতি বয়সের যুবকেরা এখান থেকে প্রতিনিয়ত মদ গ্রহণ করত।


 কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী গ্রেপ্তার

কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী গ্রেপ্তার



কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলার শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিকের সেলুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে।

সেলুনের মালিক কার্তিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ মেহেদী তার দোকানে দাড়ি কাটাতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে (সাঈদ মেহেদীকে) থানায় নিয়ে যায়।

অন্যদিকে, দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আশরাফ মিঠু ওই এলাকার আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কাশিমাড়ী এলাকার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপি নেতা হাবিব খালাস

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপি নেতা হাবিব খালাস

 


নওগাঁ টিভি ডেস্কঃ 

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে এ মামলায় ২০২১ সালে বিএনপির এ নেতাকে ১০ বছরের সাজাসহ ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। গত বছরের ২৭ আগস্ট এ মামলায় জামিন পান বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

হাবিবুল ইসলাম হাবিবের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির এ নেতা জড়িত ছিলেন না। শুধু দুইটি গুলির খোসা দেখিয়ে মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়। মামলা থেকে তাকে খালাস দেয়ায় তিনি ন্যায় বিচার পেয়েছেন, বাকি আসামিরাও ন্যায় বিচার পাবেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারিতে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক। ১০ বছরের কারাদণ্ড পাওয়া বাকি দুজন হলেন- মো. আরিফুর রহমান ওরফে রঞ্জু ও রিপন।

যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে দেয়া হয় নয় বছরের কারাদণ্ড। বাকি ৪৬ জন আসামিকে চার বছরের কারাদণ্ড থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

নওগাঁয় অপারেশন ডেভিল হান্টে প্রধান শিক্ষক আটক

নওগাঁয় অপারেশন ডেভিল হান্টে প্রধান শিক্ষক আটক



নওগাঁ প্রতিনিধি 

 নওগাঁর পোরশায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে শিক্ষক নির্যাতনকারী মাস্টারমাইন্ড প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুলকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত শরিফুল ইসলাম উপজেলার আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় পর্যায়ের একজন আওয়ামীলীগ নেতা। 


বৃহস্পতিবার পূর্বরাতে তার নিজ বাড়ি আমদা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা। 


থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত আওয়ামীলীগ শাসনামলে পোরশায় বিএনপির পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয় দেড়শতাধিক ব্যাক্তিকে। সেই মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় শরিফুল ইসলাম নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং বিএড স্কেল বা উচ্চতর স্কেল নিতে ৪০ থেকে ৬০ হাজার টাকা আদায় করতেন তিনি। টাকা আদায় করার উদ্দেশ্যে দিবো দিচ্ছি বলে মাসের পর মাস ঘুরান কোন কোন শিক্ষকদের।


পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, নাশকতা মামলায় বুলবুল মাস্টারকে আটক করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে। এছাড়াও তার নামে বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

 শিক্ষার মান উন্নয়নে শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের আন্তরিকতা থাকতে হবে......এইচ এম রহমাতুল্লাহ পলাশ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের আন্তরিকতা থাকতে হবে......এইচ এম রহমাতুল্লাহ পলাশ




কালিগঞ্জ প্রতিনিধি 

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বর্ডির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে ও শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও নবগঠিত গভর্নিং বডির সভাপতি এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এ সময় বিশেষ অতিথির বিশেষ বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবগঠিত কমিটির সদস্য শেখ নাজমুল হোসেন, রেজাউল করিম রেজা, সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সরকারি অধ্যক্ষ নিয়াজ কাওসার, শেখ জাফরুল্লাহ, মাওলানা শেখ শফিউল্লাহ, শেখ হাবিবুল্লাহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্নু সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, প্রমুখ। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধিবৃন্দ।

পরিচিতিও আলোচনা সভা শেষে কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাংবাদিক আবুল কাদের এর চাচার  জানাজা দাফন সম্পন্ন

সাংবাদিক আবুল কাদের এর চাচার জানাজা দাফন সম্পন্ন


আলমগীর হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা :

দৈনিক যশোর বার্তা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদের এর চাচা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল গফফার গাজীর  বড় ভাই জিয়াদ  আলী গাজী (৭৭) আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি  উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত ঈমান আলীর বড় ছেলে জিয়াদ আলী গাজী। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন তিনি। গত রবিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নিয়ে বাড়িতে আসে। মঙ্গলবার 

(১৮ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। মঙ্গলবার আছর বাদ শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি  স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে ভাই-বোন নাতিনাতনী আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাহার মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নওগাঁয় মাদক বাণিজ্যে বাড়ছে সামাজিক অপরাধ

নওগাঁয় মাদক বাণিজ্যে বাড়ছে সামাজিক অপরাধ

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় বেড়েছে মাদকের কারবার। জেলা শহরের ১৫টিরও বেশি চিহ্নিত স্পটে চলছে মাদক দ্রব্যে কেনাবেচা। এতে শহরজুড়ে বৃদ্ধি পেয়েছে মাদকসেবীর সংখ্যা। মাদকের টাকা যোগাতে শহরে অপহরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, নওগাঁয় সংঘবদ্ধ পাচারকারী দল তৎপর হয়ে উঠেছে। কিছুদিন থেকে হঠাৎ করে আশঙ্কাজনক হারে বেড়েছে অপহরণ ও চুরি ছিনতাইয়ের ঘটনা। বাসা-বাড়ির পাশাপাশি চুরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানেও। সেই সঙ্গে বেড়েছে মোটরসাইকেল ও গরু চুরির ঘটনা।

সচেতন মহল বলছেন, জেলা শহরের কলোনী , তাজের মোর এলাকা, মাছ বাজার, ঔষধ পট্টি এলাকা, চকপ্রাণ , শাহী মসজিদ  এলাকা, মৃধা পাড়া, কালীতলা ,আরজি নওগাঁ উত্তর পাড়া, আরজি নওগাঁ ডাংগাপাড়া, ফয়েজ উদ্দিন কলেজ সংলগ্ন দুর্গাপুর এলাকা,ঈদুরবটতলী সহ ১৫টির বেশি চিহ্নিত স্পটে চলছে মাদক কেনাবেচা। প্রতিদিন সন্ধ্যার পর জমে উঠছে মাদকের কারবার এসব এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবে মাদক সহজলভ্য হয়ে উঠেছে বলে দাবি তাদের।

জেলা শহরের পাশাপাশি সারা উপজেলাতেও বাড়ছে মাদকের ছড়াছড়ি। মাদকের স্পষ্টগুলো বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন,মাদকবিক্রেতা সদস্যদের তালিকা করে নিয়মিত গ্রেফতার করা হচ্ছে যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও কাজ করছে।

কিছুদিন আগে ৩০জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জানিয়ে তিনি বলেন, মাদক বন্ধে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনসচেতনতামূলক সভাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

 বগুড়া জেলার ধুনট থানার   মহিশুরা গ্রামের প্রতারক শাফিকুল কাছ থেকে বিভিন্ন জেলার মেয়েদের সাবধান, থাকার জন্য অনুরোধ করেছেন তার ভুক্তভোগী স্ত্রী মিম আক্তার,

বগুড়া জেলার ধুনট থানার মহিশুরা গ্রামের প্রতারক শাফিকুল কাছ থেকে বিভিন্ন জেলার মেয়েদের সাবধান, থাকার জন্য অনুরোধ করেছেন তার ভুক্তভোগী স্ত্রী মিম আক্তার,


 স্টাফ রিপোর্টার ,জুয়েল রানা :

 বগুড়া জেলার ধুনট থানা মহিশুরা  গ্রামের প্রতারক শাফিকুল ইসলাম দীর্ঘ তিন বছর থেকে অবৈধভাবে অসহায় মীমকে বিয়ে করার আশ্বাস দিয়ে আসতেছে,কিন্তু  করছে না বিয়ে এমন কি তাদের একটি ছেলে সন্তান হয়েছে  বলে জানান মিম, মিম আরো জানায় এই প্রতারক শফিকুল  বিভিন্ন জায়গায় জায়গায় বিয়ে করে ছয় মাস এক বছর থাকার পর টাকা স্বর্ণপাঁতি নিয়ে চলে যায়, এভাবেই বিভিন্ন বিভিন্ন জায়গায় বিয়ে করে, এমন কি আমার বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে কোথায় রেখেছে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না,  আমার কাছে তিন লক্ষ টাকা চেয়েছে মোবাইল ফোনে আমার মোবাইল ফোনে মেমোরি কার্ড না থাকার কারণে রেকর্ড করতে পারি নি এর সুষ্ঠু বিচার চাই আমি দেশবাসীর কাছে,


সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

 চেতনায় বাংলাদেশ পত্রিকার অফিসিয়াল পেইজ ও আইডি হ্যাক

চেতনায় বাংলাদেশ পত্রিকার অফিসিয়াল পেইজ ও আইডি হ্যাক



নিজস্ব প্রতিবেদক:

 দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার  অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইট হ্যাক হয়েছে ।

আজ সন্ধ্যা ৭ টা ২৮ মিনিটের দিকে এই ঘটনা ঘটে এর আগে বিকাল ৫ টার দিকে চেতনায় বাংলাদেশের অফিসিয়াল পেইজের বিভিন্ন নিউজের পোষ্টে তাবাসসুম চৌধুরী নামক আইডি থেকে বিভ্রান্তীকর তথ্য ছড়ায় । 

এমন কি চেতনায় বাংলাদেশের চেয়ারম্যান কে,এম, মোজাপফার হুসাইনকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মানহানীকর তথ্য ছড়ায় । 

চেয়ারম্যান কে,এম মোজাপফার হুসাইন বিদেশে ৫০০ কোটি টাকা পাচার করেছে , তার ভাই আওয়ামীলীগের প্রভাবশালী এমপি হওয়ায় তার কিছুই হয়নি । 

এমন সব মিথ্যা তথ্য প্রচার করছিলো । 

এ বিষয়ে দৈনিক চেতনায় বাংলাদেশের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলে কোন একটি অসাধু চক্র এসব বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে  এবং ধারনা করা হচ্ছে তারাই এই হ্যাক করেছে ।

দৈনিক চেতনায় বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইট উদ্বারে চেতনায় বাংলাদেশ টিম কাজ করছে ।

এবং এরাই ভুয়া ফেসবুক পেইজ খুলে দির্ঘদীন থেকে এই অপ-প্রচার চালিয়ে যাচ্ছে একটি মহল। 

বিষয়টি নজরে আসলে কর্তৃপক্ষ কর্তৃক দ্রুত আইনগত ব্যবস্থা  নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ।

এবং এ বিষয়ে ডি এম পি তে মানক্ষুন্নের পায়তারা ও ভুয়া ফেসবুক পেইজ শনাক্ত পুর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে  অভিযোগ  করবেন বলে জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক জেমস আব্দুর রহিম রানা । 

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসাধু মহলের নিয়ন্ত্রনাধীন ওই  আইডির নাম দেয়া হয়  তাবাচ্ছুম চৌধুরী 

ভুয়া ওই পেইজটিতে কয়েকজন ব্যক্তিকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছবি সংযুক্ত করে অপ-প্রচার চালায় চক্রটি এবং দৈনিক চেতনায় বাংলাদেশ'র ডিজিটাল প্লাটফর্মে এসে কমেন্ট বক্সে মিথ্যা অপপ্রচার চালায়।

এদিকে কর্তৃপক্ষের নজরে আসলে কালক্ষেপন না করে দৈনিক চেতনায় বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইট উদ্বারে চেতনায় বাংলাদেশ টিম কাজ করছে ।

পত্রিকার নির্বাহী সম্পাদক জেমস আব্দুর রহিম রানা, ঐ আইডিতে  দেখা যায় বিভিন্ন প্রতষ্ঠানের নাম ভাঙ্গিয়ে গুগল ফর্মের মাধ্যমে তারা আবার সাংবাদিক ও নিয়োগ করছে  । ও কুচক্রী মহলটি তাদের স্বার্থ হাসিলে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে।

এতে পত্রিকার মুল পেইজ ও আমাদের মান ক্ষুন্ন হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও  আইডি টি অবিলম্বে বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহীনির দ্বারস্থ হবো । নির্বাহী সম্পাদক আরও জানান, আমরা নিরপেক্ষতা বজায় রেখে সর্বদা সংবাদ পরিবেশন করে থাকি।

কারও বিরুদ্ধে অপ-প্রচার পেশাদারিত্বের বিপরীত। যা কখনোই কাম্য নয়। অসাধু মহলের অপ-তৎপরতায় বিভ্রান্ত না হয়ে পাঠক ও সর্ব মহলের সহযোগীতা কামনা করছি।


 ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সলঙ্গার কৃষকরা

ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সলঙ্গার কৃষকরা



সাহেদ আলী,সিরাজগঞ্জ :

ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন ইউনিয়নের কৃষদের।অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সলঙ্গার চাষীরা। কৃষকরা বলছেন, তেল,সার, কীটনাশকের দাম বাড়ায় অন্যান্য ফসলের উৎপাদন খরচ বাড়লেও ভুট্টা চাষে খরচ কম হওয়ায় দিনদিন ভুট্টার আবাদ বেড়েই চলেছে।পশু খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার বেশি হওয়ায় সারা বছর ভুট্টার চাহিদা লেগেই থাকে।  অন্যান্য বছরের চেয়ে এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে অধিক পরিমান জমিতে ভুট্টা চাষ হয়েছে।সংশ্লিষ্ট কৃষি অফিসের সুষ্ঠ পরামর্শ ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকরা এবারে ভুট্টা চাষে বেশি ঝুঁকছেন বলে সুত্রে জানা গেছে।ভুট্টা চাষে খরচ কম। ফলন,দাম ও লাভ বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল আবাদেও আগ্রহ বেশি বলে কৃষি অফিস দাবী করেন।


রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্যমতে এ বছরে উপজেলায় মোট ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।যা গত বছর ছিল ৪৬৫ হেক্টর।নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের কৃষক আব্দুস সবুর জানান,গত বছর ভুট্টার ফলন বেশি হওয়ায় এবং উপযুক্ত দাম পাওয়ায় এবারে বেশি জমিতে ভুট্টার আবাদ করেছি।ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের কৃষক রহমত আলী বলেন,ইরি-বোরো আবাদের চেয়ে ভুট্টা চাষে খরচ কম।ধানের চেয়ে ভুট্টা চাষে অনেক বেশি লাভ হয়।তাই কৃষকদের মাঝে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ জানান,উপজেলার বিভিন্ন ইউনিয়নের উঁচু জমি আর নদীর ধারে চর জমিতে কৃষকরা ভুট্টা চাষ বেশি করছেন।কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সব সময় সহযোগীতা ও সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকদের মাঝে সার, বীজসহ কৃষি প্রণোদনাও দেয়া হয়েছে।প্রাকৃতিক কোন দুর্য়োগ না হলে এবারে ভুট্টা চাষে কৃষকরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে।


 চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন



চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে ৩ দিনব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

তারুণ্যের উৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা। সার্বিক তত্ত্বাবধানে আছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পুলিশ সুপার মো. রেজাউল করিম।

এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

মেলায় ৬৪টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলের মালিকরা মহিলা সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করেন।