লাইফস্টাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লাইফস্টাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মান্দায় হাটের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মান্দায় হাটের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দা উপজেলার গোপালপুর হাটের সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। হাটের গুড়পট্টি এলাকায় তারা স্থায়ী অবকাঠামো নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযুক্তরা হলেন মোতাহার হোসেন, লালবর হোসেন, ইসমাইল হোসেন ও মছির উদ্দিন। তবে কীভাবে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে জানতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি। স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যে হাটের বেশিরভাগ সরকারি জমি দখল হয়ে গেছে। অবশিষ্ট সরকারি সম্পত্তি দখলে নেমেছেন প্রভাবশালীরা।

গোপালপুর বাজার এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতাকর্মীরা হাটের অন্তত ৯০ ভাগ সরকারি জমি দখল করে পাকা দোকানপাট নির্মাণ করেন। এখন যেটুকু জায়গা বাকি আছে, সেটাও দখল হয়ে যাচ্ছে।’

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে দখল চলতে থাকলে অচিরেই হাটের কোনও সরকারি জমিই আর অবশিষ্ট থাকবে না। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাবে, অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। জায়গা না থাকলে হাটে দোকান বসাতে পারবেন না ব্যবসায়ীরা

হাটের সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে ইজারাদার আব্দুল মতিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। হাটের জায়গা আগেও দখল হয়েছে, এখনও হচ্ছে।’

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

কবিতা

কবিতা





  নীল পরী

        রোকনুজ্জামান নোমান


হয়নি কথা, না হয়েছে দর্শন

প্রতিনিয়ত বাড়ছে তব আকাঙ্ক্ষার বর্ষণ।


তোমারি তরে পাশরি সবই

আর ভাবনাতে যেন মরি,

সাধ জাগে বড়ই জানতে, কে তুমি নীল পরী।


ওগো সুন্দরী ললনা তুমি

হাজার রীতিতে বদ্ধ,

রীতি যদি না থাকিত, 'লইতে তোমায়' বাধিয়ে দিতাম যুদ্ধ।


কবিতার কথা বুঝা বড় দায়

লিখছি প্রেমিক বেশে,

"পরী" শীতল একটু ছায়া তুমি রৌদ্র পথের শেষে,


উড়োভাবে পাঠিয়ে দিলাম মোর এই কবিতাখানি, লইবে যবে কপোতের দ্বারে বাড়িয়ে দিও পাণি।



শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মাথার পেছন দিকে ব্যথা হলে কী করবেন

মাথার পেছন দিকে ব্যথা হলে কী করবেন

 


ডা. আফলাতুন আকতার জাহান

মেডিসিন স্পেশালিস্ট, ইন্টার্নাল মেডিসিন বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা।


একবারও মাথাব্যথা হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। খুব সাধারণ কারণে যেমন মাথাব্যথা হতে পারে, তেমনি এই ব্যথাই হতে পারে মারাত্মক কোনো রোগের লক্ষণ। মাথাব্যথা নানা রকমের হয়। কারও সারা মাথায় ব্যথা, কারও আবার আধকপালি (অর্ধেক)। বিশেষ করে মাথার পেছন দিকে। এই আলোচনা মাথার পেছন দিকের ব্যথা নিয়ে।


মাথার পেছন দিকে ব্যথা হওয়া সাধারণত কিছু শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে সম্পর্কিত। কিছু সাধারণ কারণ হলো-


অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেস: একে আমরা টেনশন টাইপ হেডেক বলি। মাথার পেছনে অথবা পুরো মাথায় ব্যান্ডের মতো করে একটা ভোঁতা অনুভূতি হয়। ঘাড়ের পেশিতে টান লাগে, সঙ্গে চোখে ব্যথা থাকতে পারে। অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ, বেশি দুশ্চিন্তায় এই ব্যথা শুরু হয়। বিশ্রাম নিলে বা ব্যথার ওষুধ খেলে কমে যায়।


মাইগ্রেন: মাইগ্রেনে মাথার একপাশে ব্যথা হলেও পেছন থেকে তীব্র ব্যথা শুরু হতে পারে। ব্যথার সঙ্গে বমি ভাব, আলোর প্রতি সংবেদনশীলতা ও চোখে ব্যথা থাকে।


ঘাড়ের পেশিতে টান: অনেক সময় অস্বাভাবিক ভঙ্গিতে অনেকক্ষণ থাকলে বা ঘুমালে ঘাড়ের পেশিতে ও মাথার পেছনে টান লাগে। যার কারণে তীব্র ব্যথা হয়, মাথা ও ঘাড় নাড়াতে কষ্ট হয়।


স্পন্ডিলাইটিস: যাঁরা ডেস্ক জব করেন, যাঁদের অনেকক্ষণ টেবিলে বা কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়, তাঁদের মেরুদণ্ডে সারভাইক্যাল স্পন্ডিলাইটিস নামের অসুখ হয়। এতে মাথার পেছনে ব্যথা হয়।


রক্তচাপের সমস্যা: হঠাৎ রক্তচাপ অনেক বেড়ে গিয়ে বা কমে গিয়ে মাথার পেছনে ব্যথা হতে পারে।


আঘাতজনিত: মাথার পেছনে আঘাত লাগলে বা অস্থিসন্ধিতে কোনো সমস্যা হলে ব্যথা হয়। এ ছাড়া সেলুনে মাথা ম্যাসাজ করালেও পেশিতে আঘাত পেয়ে মাথায় ব্যথা হয়।


সাইনাস সংক্রমণ: ঠান্ডা লেগে সাইনাস সংক্রমিত হলে মাথার পেছনসহ যেকোনো জায়গায় ব্যথা হয়।

করণীয় কী


পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।


মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে।


ঘুমানোর সময় সঠিক ভঙ্গিতে থাকতে হবে।


রক্তচাপ নিয়মিত পরীক্ষা ও নিয়ন্ত্রণে রাখতে হবে।


ব্যথা হলে প্যারাসিটামল–জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে।


বেশি ব্যথা হলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে।