মান্দ্ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মান্দ্ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

 মান্দায় কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের ভাণ্ডার কক্ষে চুরি

মান্দায় কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের ভাণ্ডার কক্ষে চুরি



মহসিন রেজা 

নওগাঁর মান্দায় কেন্দ্রীয় প্রসাদপুর রাধাগোবিন্দ জিউ মন্দিরের ভাণ্ডার কক্ষের পেছনে টিনের বেড়া কেটে চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাণ্ডার কক্ষ খোলার পর চুরির বিষয়টি জানাজানি হয়।

মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকার বলেন, গত ১২ ফেব্রুয়ারি রাধাগোবিন্দ জিউ মন্দির কমিটি ২৪ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত মালামাল ভাণ্ডার কক্ষে মজুত করা ছিল। সেগুলো বিক্রির জন্য বৃহস্পতিবার ভাণ্ডার কক্ষ খোলার পর চুরির বিষয়টি জানা যায়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত বলেন, চোরেরদল ভাণ্ডার কক্ষ থেকে ১ হাজার ৫০০ কেজি চাল, ওজর মিটার, থ্রেটপাইপ, পানির ফিটিংসসহ প্রায় ৫৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায় উপজেলা বণিক সমবায় সমিতির নতুন কমিটি গঠন সমিতির নতুন কমিটি গঠন

মান্দায় উপজেলা বণিক সমবায় সমিতির নতুন কমিটি গঠন সমিতির নতুন কমিটি গঠন

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আখতারুজ্জামান আল মনসুর, সম্পাদক পদে আব্দুল মালেক দেওয়ান ও কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম বিদ্যুৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন 

কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে আলতাব হোসেন, এবং সদস্য পদে আলতাফ হোসেন দেওয়ান, মোজাদ্দীদ আল মামুন, মোজাহার আলী মোল্লা, আব্দুর রশিদ, মমতাজ হোসেন, এস এম মাহমুদুল হক ও রকিবুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ বলেন,উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ২জন, সহসভাপতি পদে ১জন, সম্পাদক পদে ২জন, যুগ্ম সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন এবং সদস্য পদে ৭জন মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সভাপতি পদে ১জন, সম্পাদক পদে ১জন, যুগ্ম সম্পাদক পদে ১জন ও কোষাধ্যক্ষ পদে ১জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায় উত্তরা ডিগ্রী কলেজের পূনর্মিলনী অনুষ্ঠিত

মান্দায় উত্তরা ডিগ্রী কলেজের পূনর্মিলনী অনুষ্ঠিত

মহসিন রেজা :

 নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রী কলেজ এর ৩০ বছর পূর্তি উৎসব এবং প্রথম পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সারা দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় একুশে টিভির সংবাদ পাঠক ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় ও সভাপতি এ্যাড. মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সস অনুষদ এর ডিন প্রফেসর ড. খন্দকার মোঃ মোজাফ্ফর হোসেন, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গনেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং নওগাঁ এ্যাডভোকেট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ্যাড. শওকত ইলিয়াস প্রমূখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কুমার বিশ্বজিৎ, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কছিমুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন এর পরিচালক সাজ্জাদ হোসেন, প্রমখ।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায় স্মৃতির মিনারে শ্রদ্ধার ফুল

মান্দায় স্মৃতির মিনারে শ্রদ্ধার ফুল


মহসিন রেজা 

কালো পোশাকে শোকের স্মৃতিচিহ্ন, হাতে শ্রদ্ধার ফুল; সারিবদ্ধভাবে খালি পায়ে ধীর গতিতে চলা- ভাষার জন্য প্রাণ দেওয়া সেই সব অকুতোভয় ‘যোদ্ধাদের’ প্রতি শ্রদ্ধাবনত সব মানুষের পথ যেন মিশেছে মান্দার কেন্দ্রীয় শহীদ মিনারে।

একুশের প্রভাতফেরির পথযাত্রায় সবার কণ্ঠে সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’।

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এরপর মান্দা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল মান্দা প্রেসক্লাব,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দার শাখা,  মান্দা উপজেলা প্রেসক্লাব  সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় মান্দা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক শাহ আলম মিয়া, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, তদন্ত- ওসি আব্দুল গণি, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা এবং বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায়  শ্রমিক দলের  গণসমাবেশ

মান্দায় শ্রমিক দলের গণসমাবেশ

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর  ইউনিয়নে  অনুষ্ঠিত, রাষ্ট্র মেনামতে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনমত সংগঠিত করার লক্ষ্যে শ্রমিক দলের  গণসমাবেশ উপস্থিত নেতা-কর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  গণসমাবেশ  হয়েছে।  মঙ্গলবার    বিকেলে ১৪ বিষ্ণুপুর  ইউনিয়নে  অনুষ্ঠিত গণসমাবেশ  সভায় সভাপতিত্ব করেন শ্রমিকদলের ১৪ নং বিষ্ণুপুর  ইউনিয়নের সভাপতি আব্দুল রশিদ সরদার ।

 ১৪ নং বিষ্ণুপুর  ইউনিয়নের  শ্রমিক দলের  সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদার  এর   সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মান্দা মাটি ও মানুষের নেতা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডা, ইকরামুল বারী টিপু । বিশেষ অতিথি ছিলেন মোজাম্মেল হক মুকুল সভাপতি মান্দা উপজেলা শ্রমিকদল  , জাহাঙ্গীর আলম বিদ্যুৎ মান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক,  জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মান্দা উপজেলা  শ্রমিক দল ,   গোলাম মোর্শেদ সহ-সাংগঠনিক সম্পাদক মান্দা উপজেলা শ্রমিক দল, নুর বাক্স মন্ডল,সদস্য বিএনপি, এমদাদুল হক সদস্য সচিব  স্বেচ্ছাসেবক দল, ওবায়দুল হক যুগ্ন আহ্বায়ক, নুর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান নুর এনায়েত হারুনুর, আবুহেনা, মতিউর রহমান, মমতাজ মেম্বার, সদস্য বিএনপি, মমতাজ মাস্টার সদস্য বিএনপি,  যুবদল নেতা আল মামুন ,

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

 মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি

মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি



মহসিন রেজা :

নওগাঁর মান্দায় জানালার গিল কেটে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চোরেরদল পরিষদের ওই কক্ষ থেকে ল্যাপটপ, প্রিন্টার, মনিটর, ওয়াইফাই রাউটার, সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল বাদি হয়ে আজ শনিবার বিকেলে মান্দা থানার একটি অভিযোগ দিয়েছেন।

প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল জানান, ‘প্রত্যেক রাতেই ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশের পাহারা থাকে। এরপরও চেয়ারম্যান কক্ষের জানালার গিল কেটে মুল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরদল। বিষয়টি জানার পর উধ্বর্তন কর্মকর্তাকে অবহিত করে থানায় অভিযোগ দিয়েছি।’

ওই রাতে ইউনিয়ন পরিষদে পাহারার দায়িত্বে থাকা গ্রামপুলিশ আজাদ আলী ও ফারুক হোসেন জানান, ‘আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছিলাম। চেয়ারম্যান কক্ষের পেছনের দিকটা অনেকটাই নির্জন। আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে কী হয়েছে সেটা জানি না। আজ শনিবার চেয়ারম্যান কক্ষ খোলার পর চুরির ব্যাপারে জানতে পেরেছি।’

চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বুলেট হোসেন জানান, ‘বৃহস্পতিবার পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তা অফিস করে বাসায় চলে যান। আজ শনিবার সকালে পরিষদে এসে অফিস খোলার পর চুরির ঘটনা জানতে পারি। সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে দেখি পেছনের জানালার গ্রিল কাটা। এর পর সবাইকে বিষয়টি অবহিত করেছি।’

এ বিষয়ে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ‘পাহারা থাকা অবস্থায় আমার কক্ষে চুরির ঘটনায় হতবাক হয়েছি। এর বেশি আমার কিছুই বলার নেই।’ জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে।


মান্দায় ৩১ দফা দাবি  বাস্তবায়নে  বিএনপি'র জনসভা

মান্দায় ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপি'র জনসভা


মহসিন রেজা: 

নওগাঁর মান্দায়   বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য জনমত গঠনের লক্ষ্যে নওগাঁর মান্দায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৪ টায় কশব ইউনিয়নের ভোলাগাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহসভাপতি আবুল কাশেম এবং 

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , মান্দা উপজেলা বিএনপি'র  সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ( সাবেক ) ও নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্ঠা, ড্যাব-নওগাঁ জেলার সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু এমবিবিএস।

এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আজিমুদ্দিন সরদার, সাইদুর রহমান মোল্লা, জালাল উদ্দিন সাহানা , যুবদল নেতা  আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম,কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী,  শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্থানীয় বিএনপি নেতা শাজাহান আলী মাঝি, সাহার আলী, নুরুল ইসলাম, মতিউর রহমান,হারুন অর রশিদ, আনিছার রহমান  প্রমুখ


শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

 মান্দায় আগুনে শেষ ১৪ দোকান ৩০ লাখ টাকার ক্ষতি দাবি

মান্দায় আগুনে শেষ ১৪ দোকান ৩০ লাখ টাকার ক্ষতি দাবি


মহসিন রেজা :

নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৪টি দোকানঘর। আজ শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার বারিল্যা বটতলা বাজারে আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, জুমার নামাজ আদায়ের জন্য আশপাশের মুসল্লিরা মসজিদের ছিলেন। নামাজ চলাকালে বাজারের আল-আমিনের মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘আগুনে আমার মেডিসিনের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের ষ্টুডিও এণ্ড কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানার দোকানসহ ১৪টি দোকানঘর পুড়ে গেছে। আগুনে আমার ওষুধের দোকানে ৩ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।’

ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার জুমার দিন হওয়ায় বেলা ১২টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যাই। নামাজ চলাকালে দোকানঘরে আগুন লাগার বিষয়ে জানতে পারি। আগুনে আমার অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে।


বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

 মান্দায় নাশকতার মামলায় আ.লীগের দুইনেতা গ্রেপ্তার

মান্দায় নাশকতার মামলায় আ.লীগের দুইনেতা গ্রেপ্তার


মহসিন রেজা :

নওগাঁর মান্দায় নাশকতার একটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন (৫৫) ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান উত্তম (৪৫)। গ্রেপ্তার মকবুল হোসেন চকউমেদ গ্রামের বাসিন্দা ও নুরুল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে ও মশিউর রহমান পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাহারুল আনোয়ারের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন ও মশিউর রহমান উত্তমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।


বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

প্রসাদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে ২৪ প্রহর ব্যাপি হরিবাসরের শুভ অধিবাস অনুষ্ঠিত।

প্রসাদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে ২৪ প্রহর ব্যাপি হরিবাসরের শুভ অধিবাস অনুষ্ঠিত।


উৎপল কুমার (মান্দা,নওগাঁ):

নওগাঁর ,মান্দায় ,প্রসাদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে ২৪ প্রহর ব্যাপী হরিবাসরের অধিবাস অনুষ্ঠিত হয়েছে। বাবু হৃদয় রঞ্জন সাহার সভাপতিত্বে এবং বাবু অনুপ কুমার মহন্ত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি র কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল মতিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের জেলা আমির এম এ রাকিব। বিএনপি'র মান্দা থানা আহবায়ক জনাব শফিকুল ইসলাম চৌধুরী। সাবেক বিএনপির সভাপতি মোখলেসুর রহমান মকে। সাবেক বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা: ইকরামুল বারি টিপু। সাত নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন। 

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সত্যেন্দ্রনাথ প্রামানিক সাধারণ সম্পাদক শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির ,মনোজিৎ সরকার ভারপ্রাপ্ত সভাপতি প্রসাদপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ জীউ মন্দির, অ্যাডভোকেট বিশ্বজিৎ, এনামুল হক ,আব্দুল মালেক ,অ্যাডভোকেট মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান সহ জামাত ও বিএনপি'র বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।


সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

 মান্দায় রহস্যজনক আগুনে পুড়ল স্টেশনারির দোকান

মান্দায় রহস্যজনক আগুনে পুড়ল স্টেশনারির দোকান



মহসিন রেজা :

নওগাঁর মান্দায় রহস্যজনক আগুনে একটি স্টেশনারি দোকানের দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, দুটি প্রিন্টার, লেমনেটিং মেশিনসহ সমুদয় মালামাল পুড়ে গেছে। উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা স্কুলবাজারে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে আগুনের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম বিদ্যুৎ হোসেন। তিনি বাদলঘাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বাদলঘাটা স্কুলবাজারে তিনি দীর্ঘদিন ধরে স্টেশনারি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। গত ৬ ফেব্রুয়ারি একটি মারধরের মামলায় বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। এর একদিন পরেই তার দোকানে আগুনের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, ‘শনিবার রাতে কখন দোকানটিতে আগুন লেগে পুড়ে গেছে তা বলতে পারছি না। রোববার সকালে হাঁটতে গিয়ে দোকানে আগুন লাগার বিষয়ে জানতে পারি। বাজারে নৈশপ্রহরী থাকলে রাতেই আগুন লাগার বিষয়ে জানা যেত।’  

ভুক্তভোগী ব্যবসায়ীর বাবা মোজাম্মেল হক বলেন, গত ১৪ জানুয়ারি বাদলঘাটা মৌজার একটি গভীর নলকূপের অপারেটর নিয়ে নাসির উদ্দিন গংদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার ২৩ দিন পর গত ৬ ফেব্রুয়ারি ছেলে বিদ্যুৎ হোসেনসহ ১০জনের বিরুদ্ধে সুমি বিবি নামের এক নারী মান্দা থানায় মারধরের মামলা করেন। এ মামলায় ছেলে বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

মোজাম্মেল হক দাবী করেন, ছেলে বিদ্যুৎ হোসেন জেলহাজতে থাকায় দোকানঘরটি বন্ধ ছিল। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন আগুন দিয়ে দোকানঘরটি পুড়িয়ে দিয়ে থাকতে পারে। আগুনে ওই দোকানের অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে রোববার সকালে থানার উপপরিদর্শক শামীম হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায় ইউএনওর অফিসের সামনে দোকান বসিয়ে কৃষকের প্রতিবাদ

মান্দায় ইউএনওর অফিসের সামনে দোকান বসিয়ে কৃষকের প্রতিবাদ

 


মহসিন রেজা :

নওগাঁর মান্দায় ত’বাজারে জায়গা না পেয়ে ইউএনও কার্যালয়ের সামনে সবজির দোকান বসিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রান্তিক কৃষকেরা। আজ রোববার উপজেলা সদর প্রসাদপুর হাটের নির্ধারিত স্থানে দোকান বসাতে না পেরে খেতের উৎপাদিত সবজি নিয়ে এই অভিনব প্রতিবাদ জানান তারা।

এদিকে কৃষকদের দাবীর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।  

প্রান্তিক কৃষকদের অভিযোগ, নির্ধারিত ত’বাজার দখল করে রেখেছে সবজি বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট। তারা চড়া মূল্যে বিভিন্ন সবজি প্রত্যেক ব্যবসায়ী অভিন্ন দামে বিক্রি করেন ভোক্তাদের কাছে। এজন্য গড়ে তোলা হয়েছে কথিত একটি সমিতি। এই সমিতির কর্তাব্যক্তিরা বাজার শুরুর আগেই প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করে থাকে। এতে জিম্মি হয়ে পড়েন ভোক্তারা।

কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘বিভিন্ন ধরণের সবজি খেত থেকে তুলে খুচরা বিক্রি জন্য প্রসাদপুর হাটে নিয়ে আসা হয়। এসব সবজি ব্যবসায়ীদের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করেন তারা। কৃষকের সবজি হাটে থাকা অবস্থায় ব্যবসায়ীদের বেচাকেনা কমে যায়। এ কারণে ত’বাজারে আমাদের দোকান করতে দেওয়া হয় না। আজ রোববার থেকে একেবারেই উচ্ছেদ করা হয়েছে।’

আরেক কৃষক মাজেদ আলী মোল্লা বলেন, ‘ত’বাজার থেকে দফায় দফায় আমাদের উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এতদিন দোকান করে আসছি। আজ থেকে সেই জায়গা আর নেই। খেতের পণ্য বিক্রি করার জন্য প্রশাসনের কাছে আমরা স্থায়ী জায়গার দাবী করছি।’  

ভোক্তা সাহাদত হোসেন বলেন, প্রসাদপুর বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা সবজি বিক্রি করেন। এতে ভোক্তাদের বরাবরই চড়া মূল্যে সবজি কিনতে হয়।

প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আখতারুজ্জামান আল মনসুর বলেন, ‘প্রসাদপুর হাটে সিন্ডিকেট করে সবজি বিক্রি করেন ব্যবসায়ীরা। প্রান্তিক চাষিদের স্বার্থ রক্ষায় হাটে দোকান বসানোর জায়গা বন্দোবস্তের জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবেন এটাই প্রত্যাশা করছি।’

প্রসাদপুর তরকারি বাজারের কথিত সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ত’বাজারে জায়গার সংকট রয়েছে। সবাইকে দোকান বসার জায়গা করে দেওয়া সম্ভব হয় না। কৃষকদের উচ্ছেদ করার অভিযোগ সঠিক নয়।  

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, বিষযটি অবহিত হয়ে এসি ল্যাণ্ডকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

 মান্দায় চাচার লাটির আঘাতে ভাতিজার মৃত্যুর  জানাজা অনুষ্ঠিত

মান্দায় চাচার লাটির আঘাতে ভাতিজার মৃত্যুর জানাজা অনুষ্ঠিত



নিউজ ডেস্কঃ

নওগাঁর মান্দায় চাচার লাটির আঘাতে ভাতিজার মৃত্যুর  জানাজা অনুষ্ঠিত

রবিবার  সকাল ১১টার দিকে ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নে চক মানিক গ্রামে ঈদগাহ ওর মাঠে  জানাজা অনুষ্ঠিত হয় 

জানাজায় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার বিএনপি'র  সাবেক সভাপতি মুখলেসুর রহমান মকে, মান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ন আহ্বায়ক এনামুল মাস্টার, আসাদুল ইসলাম, আব্দুল হাকিম

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

 মান্দায় পরানপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

মান্দায় পরানপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা


মহসিন রেজা :

নওগার মান্দায় বিএনপি'র ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে পরানপুর ইউনিয়নের হাটোইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

পরানপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মতিন।


পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালাইন ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান প্রমূখ।


মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ

 


মহসিন রেজা :

নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তি থেকে অন্তত ৩ লাখ মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ শনিবার বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় মান্দা থানায় ১১জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী আলেয়া বেগম জানান, ‘জমিজমার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি সামসুদ্দীন প্রামাণিক গংদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এনিয়ে গত ৩১ জানুয়ারি সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হন। এ ঘটনায় ঊভয়পক্ষ মান্দা থানায় মামলা করে। মামলার পর থেকে প্রতিপক্ষের লোকজনের হুমকির মুখে আমাদের পরিবারের সদস্যরা বাড়িছাড়া রয়েছে।’

ভুক্তভোগী আলেয়া বেগম অভিযোগ করে বলেন, জের ধরে আজ শনিবার প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে বসতভিটায় থাকা বরুই, মেহগনি, শিমুলসহ বিভিন্ন প্রজাতির অন্তত ৩ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেয়। এ ঘটনায় সামসুদ্দীন প্রামাণিক, জুয়েল রানা, রুবেল হোসেনসহ ১১জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত জুয়েল রানা বলেন, ‘আমাদের দখলীয় সম্পত্তি থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে। অন্যের সম্পত্তি থেকে গাছ কাটার অভিযোগ সঠিক নয়।’

এ বিষয়ে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কেটে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখতে সামসুদ্দীন গংদের নিষেধ করা হয়েছে

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

 মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১

মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১


মহসিন রেজা :

নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে। অন্যদিকে অভিযুক্তরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মণ্ডল (৬৫) ও চাচাতো ভাই আব্দুল মতিন (৩৩)। এদের মধ্যে আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।

চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, অভিযুক্ত আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার বিলের বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম।

এনিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে চাচা আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতল মর্গে পাঠানোসহ আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।


বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায় অপারেটর নিয়ে দ্বন্দ্বে ২০০ বিঘার বোরো আবাদ অনিশ্চিত

মান্দায় অপারেটর নিয়ে দ্বন্দ্বে ২০০ বিঘার বোরো আবাদ অনিশ্চিত

 

মহসিন রেজা :

নওগাঁর মান্দায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপের (গনকূপ) পরিচালনা নিয়ে দ্বন্দ্বে প্রায় ২০০ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। গনকূপের ঘরে পাল্টাপাল্টি তালা লাগানোকে কেন্দ্র করে অপারেটর ও কৃষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষের মুখোমুখী অবস্থানের কারণে যে কোনো সময় সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

মাঠের কৃষকেরা জানান, উপজেলার মৈনম ইউনিয়নের রামপুর মৌজার গনকূপটি ১০ বছর ধরে কৃষক সমিতির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এর অপারেটরের দায়িত্বে ছিলেন পাপিয়া খাতুন। এবারও মাঠের কৃষকের সম্মতিতে বিএমডিএ কর্তৃপক্ষ নতুন অপারেটর হিসেবে পাপিয়া খাতুনকে নিয়োগ দেন।

এরপর পাপিয়া খাতুনের স্বজন পরিবর্তিত অপারেটর ইলিয়াস সরদার একক সিদ্ধান্তে গনকূপটি চালু করলে মাঠের কৃষকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ অবস্থায় অপারেটর পরিবর্তনের দাবী জানিয়ে অভিযোগ দেন কৃষকেরা।

রামপুর গ্রামের বাসিন্দা জামাল হোসেন বলেন, বিএমডিএ কর্তৃপক্ষ কৃষকের অভিযোগ আমলে না নিলে তারা বিক্ষুব্ধ হয়ে ওই গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দেন। এনিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষের তালা খুলে নতুন তালা লাগিয়ে দেন বিএমডিএ কর্তৃপক্ষ।

মাঠের কৃষক শাহিন আলম অভিযোগ করে বলেন, অপারেটর পরিবর্তনের দাবী উপেক্ষা করে আজ বৃহস্পতিবার চাবি বাণিজ্যের মাধমে অপারেটর পাপিয়া খাতুনের স্বজনকে গনকূপ ঘরের চাবি হস্তান্তর করে মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান। বেলা ১১টার দিকে নলকূটি চালু করা হলে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ঘরে আবারও তালা ঝুলিয়ে দিয়েছেন।


কৃষক আবুল হোসেন বলেন, ‘মাঠের ৫ বিঘা জমিতে আমি বোরো ধানের আবাদ করি। প্রতিবছর পৌষ মাসের মধ্যেই চারা রোপণের কাজ শেষ হয়ে যায়। কিন্তু এবার জটিলতার কারণে এখন পর্যন্ত সেচকাজ শুরু হয়নি। সময়মতো রোপণ কাজ না হওয়ায় বয়স বেশি হয়ে বীজতলায় চারা বিবর্ণ হয়ে যাচ্ছে। জটিলতার নিরসন না হলে ওই মাঠের প্রায় ২০০ বিঘা জমি অনাবাদি অবস্থায় পড়ে থাকবে।’

এ প্রসঙ্গে পাপিয়া খাতুনের পরিবর্তিত অপারেটর ইলিয়াস সরদার বলেন, ‘আমরাই গনকূপটি স্থাপন করেছি। এবছর নতুনভাবে বউমা পাপিয়া খাতুনকে অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। বিএমডিএর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান চাবি দিয়ে গনকূপটি চালুর নির্দেশ দেন। তাই চালু করেছি।’

এ বিষয়ে মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমানের মোবাইলফোনে একাধিকবার যোগোযোগ করেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, বিএমডিএর সহকারী প্রকৌশলীকে মোবাইলফোনে পাওয়া যাচ্ছে না। এরপরও বিষয়টি নিয়ে খোঁজখবর রাখছি।

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁর মান্দায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর মান্দায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।



মহসিন রেজা :

মান্দায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল নওগাঁর মান্দায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার সাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 


বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া।এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, বাশিস মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, দক্ষিণ মৈনম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ,  মৈনম  উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, চককামদেব বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা উপস্থিত ছিলেন।


 মান্দায় মুড়িকাটা পেঁয়াজের দরপতন বিঘায় লোকসান ২০ হাজার টাকা

মান্দায় মুড়িকাটা পেঁয়াজের দরপতন বিঘায় লোকসান ২০ হাজার টাকা



মহসিন রেজা :

নওগাঁর মান্দায় মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম চলছে। প্রতিদিন পাইকারি বাজারে ১৮শ থেকে ২ হাজার মণ পেঁয়াজের আমদানি হচ্ছে। প্রচুর আমদানি হওয়ায় হু হু করে কমছে দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ পেঁয়াজে দাম কমেছে ৩০০ থেকে ৪০০ টাকা। ফুলকপির পর এবার পেঁয়াজের আবাদেও ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা।

চাষিরা বলছেন, এবার রোপণ মৌসুমে পেঁয়াজের কন্দবীজের দাম ছিল আকাশছোঁয়া। প্রতিমণ বীজ পেঁয়াজ বিক্রি হয়েছে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা দরে। এতে এক বিঘা জমির জন্য বীজ কিনতে ব্যয় হয়েছে ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। এর পর জমিতে হালচাষ, সার-কীটনাশকসহ পরিচর্যায় ব্যয় হয়েছে আরও অন্তত ২০ হাজার টাকা।

সবমিলিয়ে এক বিঘা জমিতে ব্যয় হয়েছে ৭০ হাজার থেকে ৭৫ হাজার টাকা। প্রতিবিঘায় ফলন হচ্ছে ৪৫ মণ থেকে ৫০ মণ। বর্তমান বাজার দরে যা বিক্রি হবে ৫০ হাজার টাকায়। এতে করে প্রতিবিঘায় চাষিদের লোকসান গুনতে হবে অন্তত ২০ হাজার টাকা।



উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় চাষিরা এ চাষে বেশি ঝুঁকে পড়েছেন। এবারে উপজেলায় প্রায় ৪ হাজার বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। এ চাষ থেকে এক লাখ ৮০ হাজার মণ পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজারদরের উন্নতি না হলে চাষিদের অন্তত ৮ কোটি টাকা লোকসানের শঙ্কা রয়েছে।

সরেজমিনে আজ বুধবার দেলুয়াবাড়ি পাইকারি হাটে গিয়ে দেখা গেছে, প্রকারভেদে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২৫০ টাকা দরে। হাটে পেঁয়াজ কিনতে আসা বানিসর বাজারের ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, দেশের বিভিন্ন এলাকায় এবারে কম বেশি মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় বাজার ক্রমান্বয়ে কমে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজের বাজারদর বাড়ার সম্ভাবনা খুবই কম।

উপজেলার চকদেবীরাম এলাকার চাষি সাগর আলী বলেন, ‘আজ হাটে আমি সাড়ে ৯ মণ পেঁয়াজ এনেছিলাম। বিক্রি করেছি ১২ টাকা মণ দরে। ভ্যানভাড়া ও খাজনায় প্রতিমণে খরচ হয়েছে ৫০ টাকা। এক বিঘা জমিতে আমার ২০ থেকে ২২ হাজার টাকা লোকসান হবে। স্থানীয় পেঁয়াজ বাজারে থাকা অবস্থায় কিছুদিনের জন্য আমদানি বন্ধের দাবি করছি।’

জানতে চাইলে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, অনুকুল আবহাওয়ার কারণে এবারে মুড়িকাটা পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। কিন্তু হঠাৎ করেই দরপতন হওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন। বাজারদর না বাড়লে ফুলকপির মত এ চাষেও চাষিরা লোকসানে পড়বেন।


মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

 মান্দায় দখলমুক্ত হলো আত্রাই নদীর ৩০ বিঘা পয়স্তী সম্পত্তি

মান্দায় দখলমুক্ত হলো আত্রাই নদীর ৩০ বিঘা পয়স্তী সম্পত্তি


ডেস্ক রিপোর্টঃ

নওগাঁর মান্দায় দখলমুক্ত করা হয়েছে চকবালু মৌজার আত্রাই নদীর পয়স্তী অন্তত ৩০ বিঘা সম্পত্তি। দীর্ঘদিনের জটিলতা নিরসনে উপজেলা রাজস্ব প্রশাসনের স্পট গণশুনানীর মাধ্যমে এসব সম্পত্তি দখলমুক্ত করা হয়।

এ উপলক্ষে আজ মঙ্গলবার কশব ইউনিয়নের চকবালু ঈদগাহ মাঠে স্পট গণশুনানী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপুসহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, উপজেলার চকবালু মৌজায় আত্রাই নদীর ডানতীরে সাড়ে ৯০০ শতক পয়স্তী জমি

তদারকির অভাবে বেদখল হয়ে যায়। এসব সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ইউএনও শাহ আলম মিয়া আরও বলেন, স্পট গণশুনানীর মাধ্যমে বেদখল হওয়া এসব সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আগামিতে প্রকৃত ভূমিহীনদের মাঝে এসব সম্পত্তি বরাদ্দ দেওয়া হবে।