উৎপল কুমার,মান্দা উপজেলা প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ত্রীমহনী থেকে মিঠাপুর বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কের দীর্ঘদিনের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন।
অতিরিক্ত বর্ষণের কারণে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এতে করে স্কুল–কলেজগামী শিক্ষার্থী, রোগী ও স্থানীয়দের ভোগান্তি চরমে।
গত ১৬ ই আগস্ট সময় টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনের পর বিষয়টি নজরে আসে ইকরা সুন্নাহ ফাউন্ডেশের উপদেষ্টা মোশারফ হোসেনের। তিনি জানান, এ নিয়ে সংগঠনের সভাপতি প্রবাসী আব্দুল মতিন মৃধার সঙ্গে কথা বললে তিনি অবিলম্বে সংস্কারের নির্দেশ দেন। স্থানীয় সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মজিদ সম্রাটের নেতৃত্বে ইকরা সুন্না ফাউন্ডেশন এর সদস্যদের ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তায় রাবিস বিছানোর কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, অনেক দিন ধরে এই রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। আজকে যে কাজ শুরু হলো, আল্লাহ যেন তাদের ভালো প্রতিদান দেন।”
সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল হক সিজার, প্রচার সম্পাদক সাংবাদিক সাফিউল ইসলাম রকি , সদস্য প্রভাষক মোঃ আরিফুল ইসলাম আরিফ, আলামিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মৃধা বলেন –
“মান্দার মানুষের কষ্ট লাঘব করতে সামান্য হলেও আমাদের এই উদ্যোগ কাজে লাগছে জেনে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। দেশের বাইরে থাকলেও আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। স্থানীয়দের সহযোগিতায় এ কাজ করা সম্ভব হয়েছে। আমরা চাই আগামীতে আরও বড় আকারে উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিতেপারব ইনশাআল্লাহ।”
0 coment rios: