উৎপল কুমার
মান্দা ,নওগাঁ ,প্রতিনিধি
নওগাঁর মান্দায় আজ ২৭ সেপ্টেম্বর রোজ শনিবার মান্দার কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির এর সদস্য বাবু বিপ্লব কুমার এর সঞ্চালনায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জীউ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনোজিৎ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ জীবন মন্দির এর সহ-সভাপতি বাবু শ্যামলেন্দু কুমার দাস, বাবু মিলন দাস মজুমদার , বাবু অরুণ সরকার,বাবু সুবোধ প্রামানিক, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সদস্য,বাবু জয়ন্ত কুমার সাহা ,বাবু সুনীল কুমার প্রামাণিক, বাবু উৎপল কুমার মন্ডল, রবীন্দ্রনাথ সরকার,দয়ানিধী কবিরাজ ,চন্দন কুমার কবিরাজ ডাক্তার যোগেন্দ্র নাথ সাহা ,নব কুমার ,অনুপ কুমার দাস ,অংকন কুমার ,সুদীপ্তকুমার কুন্ডু , হরনাথ চৌধুরী, সুশীল কুমার সহ মান্দার চৌদ্দটি ইউনিয়ন দূর্গা মন্দিরের সভাপতি ও সম্পাদক বৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
0 coment rios: