শনিবার, ২ আগস্ট, ২০২৫

মান্দায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় দক্ষিণ নুরুল্লাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে "একটি গাছ, একটি প্রাণ" এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ কলম, খাতা বিতরণ করা হয়েছে।

শনিবার (২আগস্ট) দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাকিল আহমেদ। তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

 তিনি বলেন, “শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি শিক্ষা সামগ্রী প্রদান তাদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়তা করবে।”

ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাধুবাদ জানান।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: