মহসিন রেজা
নওগাঁর মান্দায় ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের আওতায় ৯ সদস্যবিশিষ্ট উপজেলা সিভিক ফোরামের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে মান্দা প্রেসক্লাবে এক মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি সংস্থা ‘বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা’ (বিএসডিও)।
ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রকল্পের নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসডিও’র গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ম্যানুয়েল টুডু।
আলোচনা পর্ব শেষে নির্বাহী কমিটির সভাপতি পদে নজরুল ইসলাম, সহসভাপতি পদে দেলোয়ার হোসেন ও আসমা ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে হয়েছেন শাহাদত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ব্রজেন হেমব্রম। নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন ডিএম আব্দুল মালেক, বাদেশ আলী, সবিতা ওরাও এবং প্রশান্ত পাহান।
আয়োজক সংস্থা বিএসডিও উপজেলা কো-অর্ডিনেটর ম্যানুয়েল টুডু জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা ও অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদারে এই সিভিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
0 coment rios: