মহসিন রেজা:
৪৯-নওগাঁ - ৪( মান্দা) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মান্দা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু , যিনি নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দুর্দিনের কান্ডারী, মানবতার ফেরিওয়ালা—এই দুটি বিশেষণে যাকে অভিহিত করা যায়, তিনি হলেন ৪৯, নওগাঁ - ৪( মান্দা) আসনের স্বনামধন্য ব্যক্তিত্ব ডাঃ ইকরামুল বারী টিপু, এলাকায় দুঃস্থ, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি গড়ে তুলেছেন এক মানবিক রাজনীতির আদর্শ।
অসহায়দের পাশে এক অপ্রতিরোধ্য যোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দুর্দিনেও তিনি দলের জন্য সর্বোচ্চটাই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন এই নেতা শুধুমাত্র রাজনীতির ময়দানে নয়, মানবতার সেবায়ও অনন্য ভূমিকা রেখে চলেছেন।
বিগত সময়ে ভয়াবহ বন্যা ও করোনাকালে তিনি যা করেছেন তা এলাকার মানুষ দীর্ঘদিন মনে রাখবেন। বন্যার্তদের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ওষুুধ ও খাদ্য সহায়তা প্রদান সহ করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত রোগি দেখা, সেবা দেয়া যেন তাঁর নেশা হয়ে গিয়েছিল। এছাড়াও শীতের মৌসুমে কম্বল বিতরণ এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো—এসব কাজের মাধ্যমে তিনি নিজেকে একজন সত্যিকারের জনদরদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছেন, ফলে মান্দা উপজেলার মানুষের হৃদয়ে তিনি ইতোমধ্যেই স্থান করে নিয়েছেন।
রাজনৈতিকভাবে তিনি একজন কর্মিবান্ধব নেতা। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ সময়ে এসে এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে যখন প্রতিতিদিনই মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছিল তখন ডাঃ টিপুই একমাত্র নেতা যিনি নিজেও গ্রেফতার হওয়ার ঝুঁকি নিয়েই কর্মিদের জামিনের জন্য নিয়মিত কোর্ট কাচারীতে যেতেন এবং জেলখানায় গিয়েও তাদের সাথে সাক্ষাৎ করেছেন।
নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, মানবতার ফেরিওয়ালা ও দুর্দিনের কান্ডারী ৪৯, নওগাঁ - ৪ (মান্দা) ডাঃ ইকরামুল বারী টিপু আসনের বিএনপি মনোনয়ন পেলে জনগণের বিপুল সমর্থন পাবেন বলে মনে করছেন তিনি । সরকারী চাকরী থেকে ইস্তফা দিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ ও কার্যক্রমের জন্য তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন মানব দরদী জনপ্রিয় ব্যক্তি হিসেবেও পরিচিত হয়ে উঠেছেন।
আগামি দিনে এসবকিছু বিবেচনায় নিজ দল বিএনপি তাঁকে মূ্ল্যায়ন করবে বলে তিনি দৃঢ় আশাবাদী ।।