বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মান্দায় বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন

মান্দায় বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন

 


মান্দা (নওগাঁ) প্রতিনিধি: 

নওগাঁর মান্দায় কুসুম্বা গ্রামে বজ্রপাতে নিহত জিল্লুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে মান্দা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়ার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (ক্যাশ) কর্মসূচির আওতায় নিহত পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান মো. নওফেল আলী মন্ডল উপস্থিত ছিলেন।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া জানান, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এই অর্থ কিছুটা হলেও কাজে আসবে নিহত পরিবারে।

প্রসঙ্গত, গত রবিবার (১১ মে) মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে বিকেল ৪ টার দিকে মাঠে শুকানো ধান জড়াতে গিয়ে  বজ্রপাতে নিহত হন মৃত আইয়েস উদ্দিনের ছেলে কৃষক জিল্লুর রহমান (৪০)। 

বুধবার, ১৪ মে, ২০২৫

নওগাঁর মান্দায় গোয়ালঘরে আগুন, প্রাণ গেল গরু-ছাগল ও হাঁস-মুরগির

নওগাঁর মান্দায় গোয়ালঘরে আগুন, প্রাণ গেল গরু-ছাগল ও হাঁস-মুরগির

 


মহসিন রেজা:

নওগাঁ জেলার মান্দা উপজেলার নহলা কালুপাড়া (ভুতপাড়া) গ্রামে গভীর রাতে একটি গোয়ালঘরে আগুন লাগে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একটি গরু, একটি ছাগল এবং প্রায় ২০টি হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা গেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোসলেম উদ্দিন জানান, “রাতের খাবারের পর সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে আগুন দেখে চিৎকার শুরু করি। আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।”

তিনি আরও বলেন, “সবচেষ্টার পরও একটি গরু, একটি খাসি ও প্রায় ২০টি হাঁস-মুরগি বাঁচানো সম্ভব হয়নি। এতে প্রায় আড়াই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম।


মান্দায় তাপদাহে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ বিএনপি কেন্দ্রীয় নেতার

মান্দায় তাপদাহে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ বিএনপি কেন্দ্রীয় নেতার

 


মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় তীব্র তাপদাহে স্বস্তি দিতে ধান ক্ষেতে ঘুরে ঘুরে কৃষকদের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন।

বুধবার (১৪ মে) সকাল থেকে দিনব্যাপি উপজেলার পরানপুর ইউনিয়নে বিভিন্ন ফসলের মাঠে বিশুদ্ধ পানি, স্যালাইন, বিস্কুট ও কলা বিতরণ করেন তিনি। সকাল থেকে কৃষক, স্থানীয় জনগণ ও বিভিন্ন পেশাজীবির মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

কৃষক জলিল মিয়া বলেন, আমরা সকাল থেকে মাঠে ধান কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মতিন হঠাৎ দেখি মাঠে পানি, স্যালাইন, কলা দিচ্ছে। এতে আমাদের খুব উপকার হয়েছে। 

আরেক কৃষক আমজাদ হোসেন বলেন, প্রচণ্ড গরমে মাথা ঘুরছিল। এখান থেকে স্যালাইন খেয়ে অনেকটা সুস্থ লাগছে। আল্লাহ ভাইকে ভালো করুন।

এম এ মতিন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে তীব্র গরমে স্বস্তির কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। 

তিনি আরও জানান, শুধু পানি বা স্যালাইন নয়, ভবিষ্যতে তিনি অসহায় মানুষের জন্য পথেঘাটে ছায়ানিবাস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের পরিকল্পনাও করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, পরানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান, কৃষক দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ইজাজুল হোসেন, যুবদলের সভাপতি সারোয়ার জাহান নান্টু, সাধারণ সম্পাদক সাহাদত হোসেন প্রমুখ।

এছাড়াও মান্দা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মান্দায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মান্দায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে সরকার নির্ধারিত ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার ও প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এ বছর প্রসাদপুর খাদ্যগুদামে ১৪০৯ মেট্রিকটন ধান ও ৩২০ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে প্রতিকেজি ধান ৩৬ টাকা ও প্রতিকেজি চাল ৪৯ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও শাহ আলম মিয়া বলেন,‘সরকার কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান ও চাল সংগ্রহ করছে। এই কার্যক্রমে কোনো ধরণের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না।’

কালিগঞ্জের কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জের কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের মতবিনিময় সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আনিসুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সেক্রেটারি শেখ নাজমুল হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, রোকেয়া মনছুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস কুমার রায়, অভিভাবক সদস্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ আহসান হাবীব, জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক বাবু সিদ্ধার্থ সংস্কার মন্ডল, সহকারী অধ্যাপক আইয়ুব আলী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আকিব হোসেন, তৃশা, জহিরুল ইসলাম,হাবিবুল্লাহ প্রমুখ।

এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১২ মে, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে বৃদ্ধ শিক্ষকের আত্মহত্যার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে বৃদ্ধ শিক্ষকের আত্মহত্যার অভিযোগ

 


এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ  

সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা ইউনিয়নে পশ্চিম মৌতলার  মোল্লাপাড়া গ্রামের মোহাম্মদ আলী (৭৩) নামের এক স্কুল শিক্ষকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরেই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে গুঞ্জন চলছে। থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে,সোমবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে বয়বৃদ্ধ স্কুল শিক্ষক (অবঃ) এর আত্মহত্যার ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের জেরে নিজ বাড়ীতে গলায় তার ব্যবহৃত হাজী রোমাল দিয়ে ঘরের আড়ার সাথে পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময়ে বাড়ীতে কেহ ছিলোনা বলে জানান প্রতিবেশি মোসলেম উদ্দীন মোড়লসহ অনেকে। মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লা আল মামুনের স্ত্রীকে ছাড়াকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে প্রায়শ বাগবিতণ্ডের সৃষ্টি হতো। মোহাম্মদ আলী মাস্টার ছিলেন কুশুলিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ শিক্ষক। সে ৫-৬ বছর আগে রিটারমেন্টে চলে আসেন তার এক ছেলে ডা, আব্দুল্লা আল মামুন (বাবু) ও মেয়ে হালিমা আক্তার মামুনী।গ্রামবাসীরা জানান, ডাঃ আব্দুল্লা আল মামুন বাবু পরকিয়ায় জড়িয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। এটা নিয়ে তার বাবা তাকে সব সময় এটা থেকে বিরত থাকা জন্য বলতো কিন্তু তার বাবার কথা গুরুত্ব দিতো না। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে সার্বক্ষণিক বাগবিতণ্ড লেগেই থাকতো। ডা, আব্দুল্লা আল মামুন তার পিতাকে সব সময়  ডিপপ্রেসারে রাখতো গত রবিবার রাতে মোহাম্মদ আলী  মাস্টারের সাথে তার ছেলে আব্দুল আল মামুন (বাবু)  খারাপ আচরণ করে এই কারনে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে এমনটি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সংবাদে থানার এসআই নীশিত রায়সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

মান্দায় পরকীয়ার জেরে বিজিবি সদস্যকে আটক করে গণপিটুনি

মান্দায় পরকীয়ার জেরে বিজিবি সদস্যকে আটক করে গণপিটুনি

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় প্রতিবেশি নারীর সঙ্গে পরকীয়ার জেরে রানা হামিদ নামের এক বিজিবি সদস্যকে আটকের পর গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এর পর রাতভর তাকে বেঁধে রাখা হয়। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়পই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার রানা হামিদ উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পূর্বপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে। বিজিবির ল্যান্স কর্পোরাল পদে বান্দরবানে কর্মরত আছেন তিনি।

আজ সোমবার বেলা ১০টার দিকে মান্দা থানা পুলিশ বিজিবি সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সংবাদ পেয়ে নওগাঁ বিজিবি ১৬  ব্যাটেলিয়ানের একটি টিম মান্দা হাসপাতাল থেকে রানা হামিদকে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা জুয়েল রানা জানান, বিজিবি সদস্য রানা হামিদের সঙ্গে কুসুম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শহিদুল ইসলামের স্ত্রীর পরকীয়া সর্ম্পক নিয়ে এলাকায় কানাঘুষা ছিল। রোববার রাত সাড়ে ১২টার দিকে রানা হামিদ ওই নারীর ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হন। এ সময় ওই নারীর স্বামী শহিদুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি সদস্য রানা হামিদকে আটক করেন। পরে বিক্ষুব্ধ লোকজন তাকে গণপিটুনি দেন।

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই নারীর স্বামী শহিদুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে বিজিবি সদস্য রানা হামিদ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রোববার রাত সাড়ে ১২টার দিকে আমার শয়নঘরের পাশের একটি কক্ষে তাদের হাতেনাতে ধরে ফেলি। এ সময় ধস্তাধস্তিতে আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।’

ভুক্তভোগী শহিদুল ইসলাম আরও বলেন, ‘ঘটনার পর থেকে আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ত্রী না থাকায় পুলিশ এ বিষয়ে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।’

এ প্রসঙ্গে অভিযুক্ত বিজিবি সদস্য রানা হামিদ পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এ ধরণের নাটক সাজানো হয়েছে।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্য রানা হামিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নন্দিত টেলিভিশনের মাধ্যমে কৃষি সংবাদ পরিবেশনায় শ্রেষ্ঠত্ব সন্মানে ভূষিত হয়েছেন আলমগীর হোসেন

নন্দিত টেলিভিশনের মাধ্যমে কৃষি সংবাদ পরিবেশনায় শ্রেষ্ঠত্ব সন্মানে ভূষিত হয়েছেন আলমগীর হোসেন

কালিগঞ্জ প্রতিনিধি :

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নন্দিত টেলিভিশনের প্রতিনিধি সম্মেলন ২০২৫। রাজধানীর পুরানা ৫০ পল্টনে নন্দিত টেলিভিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে সারাদেশ থেকে আগত জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দিত টেলিভিশনের সাংবাদিক বান্ধব সম্মানিত চেয়ারম্যান মো: ফজলুল হক। তিনি বলেন “সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং দেশের সেবায় আমরা কাজ করে যাচ্ছি। নন্দিত টেলিভিশনের মাঠপর্যায়ের প্রতিনিধিরাই আমাদের মূল চালিকাশক্তি”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো: জাকির হোসেন। তিনি বলেন, “নন্দিত টিভি কেবল একটি চ্যানেল নয়, এটি একটি আন্দোলন, একটি প্রতিজ্ঞা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াবার।” এছাড়াও বক্তব্য রাখেন ডিরেক্টর সাদেক হাসান, ডিরেক্টর পাথর আহমেদ, ডিরেক্টর সানাউর রহমান চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে সঞ্চালনায় ছিলেন বার্তা সম্পাদক মো: দেলোয়ার হোসেন। সবশেষে অতিথিদের বক্তব্যে উঠে আসে নন্দিত টেলিভিশনকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা ও সম্প্রসারণের দৃঢ় অঙ্গীকার। এ অনুষ্ঠানের মাধ্যমে কৃষি সংবাদ পরিবেশনায় শ্রেষ্ঠত্ব সন্মানে ভূষিত হয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা জনাব আলমগীর হোসেন। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা'র উপজেলা শাখার দপ্তর সম্পাদক পদে থেকে সুনামের সহিত কাজ করে আসছেন।

রবিবার, ১১ মে, ২০২৫

মান্দায় বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

মান্দায় বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

 

মহসিন রেজা 

নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত ও আরেক কৃষক আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৪টার দিকে মাঠে শুকানো ধান জড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০)। তিনি কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। বজ্রপাতে আহত শফিকুল ইসলাম একই পাড়ার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে শুকানো ধান জড়িয়ে রাখার জন্য যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশের জমিতে থাকা অপর কৃষক শফিকুল ইসলাম আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 আ.লীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ

আ.লীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ


মো: শুভ ইসলাম,গাইবান্ধা সদর প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আওয়ামীলীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ মামলাবাজ রওশন আরা নিজ স্বার্থ চরিতার্থ করতে ছেলে রুহুল আমিন শাপলাকে অন্যত্র সরিয়ে রেখে এলাকাবাসীর ২০ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে থানায় একটি মিথ্যা মামলা দাখিল করেছেন। 

কথিত গুমের শিকার রুহুল আমিন শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাদি রওশন আরাকে গ্রেফতারের দাবিতে রোববার সকালে বালাসির পাকার মাথায় দুইঘন্টাব্যাপী মানববন্ধন হয়। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে তীব্র গরমেও কাইয়ারহাটের শিশু-নারীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান  শহীদ, কঞ্চিপাড়া ইউপির সাবেক সদস্য রোকেয়া বেগম, ভুক্তভোগী এলাকাবাসী মশিউর রহমান, মোতালেব সরকার, গোলাম কিবরিয়া সবুজ, মনছুর আলী প্রমুখ। 

বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলেও সবুজ নামে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মদদে পতিত স্বৈরাচারী সরকার দলের সন্ত্রাসী নেত্রী রওশন আরা এখনও এলাকার নিরীহ মানুষকে হয়রানি করছেন। বক্তারা আরও বলেন, মশিউর রহমান, মনছুর আলী, আমিনুল ইসলাম, শাহজালাল, আনোয়ার হোসেনসহ এলাকার ২০ জন মানুষকে আসামি করে রওশন আরা ছেলে রুহুল আমিন শাপলাকে গুম করার মিথ্যা মামলা থানায় দাখিল করেছেন। এই মিথ্যার অবশ্যই বিচার হতে হবে। তারা আরও বলেন, নিজের ছেলেকে গুম করে রেখে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন রওশন আরা। 

অন্যতম ভুক্তভোগী মশিউর ও আনোয়ার হোসেন বলেন, নিজের ছেলে রুহুল আমিন শাপলাকে আত্মীয় বা অন্য কোথাও লুকিয়ে রেখে রওশন আরা আমাদের বিরুদ্ধে যে গুমের মামলা দাখিল করেছেন, অবিলম্বে তার বিচার করতে হবে। তারা শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। 

অভিযুক্ত রওশন আরার কাছে মোবাইল ফোনে গুমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে গুম হয়েছে। মামলা থেকে বাঁচতে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছে। গুমের অভিযোগে তদন্তকারী ফুলছড়ি থানার এসআই রুহুল আমিন মোবাইল ফোনে বলেন, এখনও ঘটনার তদন্ত চলছে। 

মানববন্ধন শেষে গাইবান্ধা-বালাসি সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।