কালিগঞ্জ প্রতিনিধি :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নন্দিত টেলিভিশনের প্রতিনিধি সম্মেলন ২০২৫। রাজধানীর পুরানা ৫০ পল্টনে নন্দিত টেলিভিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে সারাদেশ থেকে আগত জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দিত টেলিভিশনের সাংবাদিক বান্ধব সম্মানিত চেয়ারম্যান মো: ফজলুল হক। তিনি বলেন “সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং দেশের সেবায় আমরা কাজ করে যাচ্ছি। নন্দিত টেলিভিশনের মাঠপর্যায়ের প্রতিনিধিরাই আমাদের মূল চালিকাশক্তি”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো: জাকির হোসেন। তিনি বলেন, “নন্দিত টিভি কেবল একটি চ্যানেল নয়, এটি একটি আন্দোলন, একটি প্রতিজ্ঞা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াবার।” এছাড়াও বক্তব্য রাখেন ডিরেক্টর সাদেক হাসান, ডিরেক্টর পাথর আহমেদ, ডিরেক্টর সানাউর রহমান চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে সঞ্চালনায় ছিলেন বার্তা সম্পাদক মো: দেলোয়ার হোসেন। সবশেষে অতিথিদের বক্তব্যে উঠে আসে নন্দিত টেলিভিশনকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা ও সম্প্রসারণের দৃঢ় অঙ্গীকার। এ অনুষ্ঠানের মাধ্যমে কৃষি সংবাদ পরিবেশনায় শ্রেষ্ঠত্ব সন্মানে ভূষিত হয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা জনাব আলমগীর হোসেন। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা'র উপজেলা শাখার দপ্তর সম্পাদক পদে থেকে সুনামের সহিত কাজ করে আসছেন।
0 coment rios: