বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কালিগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ 

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার  কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সোফিয়া পারভিন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ মহিলা কলেজের প্রতিনিধি সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ হাসানসহ সীমান্ত বিজিবি কোম্পানি কমেন্ডর গোলসহ আইনশৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কালিগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সড়কের প্রধান রাস্তার পাশে কোন ইট, বালু ও কাঠ ব্যবসায়ীরা রাখতে পারবে না। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ মাইকের মাধ্যমে প্রচার প্রচারণা চালাবেন পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া লোকালয়ে মুরগির খামার করা যাবে না, করলে সেটি পরিষ্কারপরিচ্ছন্ন ও দুর্গন্ধ মুক্ত রাখতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন কমিটি গঠনসহ বিবাহ রেজিস্টারদের নিয়ে বিশেষ সভা করা হবে। অবৈধ পথে আসা ভারতীয় গলদা চিংড়ি পোনা ও মাদকদ্রব্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ রেজিস্ট্রি অফিসে জমি ক্রয় বিক্রয় সমিতি ও সংগঠনের নামে অতিরিক্ত টাকা গ্রহণ না করার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সকল অফিসে সিটিজেন চাটার সেবার মূল্য তালিকা থাকার নির্দেশনা টানানো থাকবে। বসন্তপুর সুইলপুরে নদীর মাঝখানে  জেগে ওঠা চরের বনে পাখির অভয় অরণ্যকে সুন্দরভাবে রাখা এবং বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবনকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী মাস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের রূপরেখা  শোনানো হয়। কমিটিতে নতুন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অন্তর্ভুক্তি হওয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: