মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে শিক্ষার্থীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


মহসিন রেজা 

নওগাঁ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে ব্র্যাকের জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রি, ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন, টেকনিক্যাল অফিসার মো. ইয়াসির আরাফাত, প্রোগ্রাম অর্গানাইজার মো. মাহাবুব মিয়া, শান্তনা বৈরাগী ও উম্মে কুলসুমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নিরাপদ পানি সরবরাহ, সঠিক স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। বিশেষ করে হাত ধোয়া, টয়লেট ব্যবহারের স্বাস্থ্যসম্মত পদ্ধতি এবং বিশুদ্ধ পানি গ্রহণের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নারীদের মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা এসব বিষয়ে সচেতন হয়ে নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সুস্থ থাকার বিষয়ে উৎসাহিত করবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: