কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্রে সাবেক বস্ত্রমন্ত্রী আলহাজ্ব এডভোকেট এম মনসুর আলীর প্রতিষ্ঠিত হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ মাদ্রাসার হলরুমে সুপার মাওলানা শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্নু সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যারেজের কমিটির সদস্যবৃন্দ অভিভাবক শিক্ষার্থী ও সুধিবৃন্দ।
0 coment rios: