কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জের বিষ্ণুপুরের শ্রীরামপুর বিলের মৎস্য ঘেরের ভেঁড়িতে চাষ করা টমেটো ও বেগুন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি রবিবার গভীর রাতে ঘটেছে।
সরেজমিন সুত্রে জানাগেছে, বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবুল কাশেম গাজীর পুত্র জাহাঙ্গীর হোসেন গাজির ১২ বিঘা মৎস্য ঘেরের মধ্য দুই বিঘা জমিতে টমেটো ও বেগুন চাষ করেন। কিন্তু দুর্বৃত্তরা ক্ষতি সাধন করেছে। কৃষকের ক্ষেতে টমেটো ও বেগুন গাছ কেটে নিধন করেছে কে বা কারা। কৃষক জাহাঙ্গীর গাজী সকালে টমেটো ও বেগুন তুলতে গিয়ে দেখতে পায় গাছগুলো কেবা কারা উপড়ে ও কেটে ফেলে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর গাজী, বলেন, আমার জমিতে ওপর্যন্ত প্রায় আনুমানিক ৩০, হাজার টাকার পরিমাণ খরচ হয়েছে। আমরা বিভিন্ন এনজিও থেকে টাকা লোন নিয়ে মৎস্য চাষের পাশাপাশি বিভিন্ন সবজি চাষ করে থাকি, কিন্তু আমাদের এই ক্ষতি আমরা এখন কী করবো দিশেহারা হয়ে পড়েছি। এই ঘটনার সরজমিন পরিদর্শন করেন বিষ্ণুপুর ইউপির সদস্য সিরাজুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডব্লিউ কাজী, ইউনিয়ন বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, ঘটনা স্থল পরিদর্শন করেন। তারা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক, ক্ষতি সাধন মেনে নেয়া যায় না। দুর্বৃত্তদের কে তীব্র নিন্দা জানান।
0 coment rios: