নিউজ ডেস্ক নওগাঁ প্রতিদিন :
শীত আর কুয়াশার সাথে সাথে হিমেল হাওয়ায় কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলীয় জেলা সাতক্ষীরা। রাত থেকে পড়ছে কুয়াশা। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় ঢাকা রয়েছে। শীত ও কুয়াশার কারণে বিপাকে পড়েছে প্রাণীকুলও। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলোর দুর্ভোগ চরমে পৌঁছেছে। জীবিকার তাগিদে তাদের বের হতে হচ্ছে বাহিরে।
এদিকে শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সন্ধ্যার পর পরই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট ও বাজার। হতদরিদ্র মানুষগুলো আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
জলায় হাঁড় কাপানো শীতের হাত থেকে হতদরিদ্র শীতার্ত মানুষগুলোকে রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ৯৪ শতাংশ।
0 coment rios: