মো: শুভ ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সদর উপজেলা ১১নং গিদারী ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড বাগ্ড়িয়া গ্রামের অতদরিদ্র কৃষক, মো:আতিকুর রহমান প্লাবন ও নার্গিস আক্তারের, ছেলে নাফিস,কৃষক পরিবারের সন্তান ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন ডাক্তার হওয়ার। কিন্তু বাস্তবতার পথে আসলেও আত্মিক সংকটের কারণে স্বপ্ন যেন বাধার মুখে পড়ছে মেধাবী শিক্ষার্থীর, ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন নাফিস, এসএসসি, এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে সাফল্য ও বাবা মার মুখে হাসি ফুটান নাফিস, কিন্তু চলতি বছরে মেডিকেলে চান্স পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেলে পড়ার সুযোগ পান এই মেধাবী নাফিস, তবে নাফিসের পথ চলাটা এতটা সহজ ছিল না খেয়ে না খেয়ে পরতে হয়েছে। মেডিকেলে সুযোগ পাওয়ার জন্য অনেক কষ্ট করে পড়তে হয়েছে ভর্তি কোচিং ,অন্য আট দশটা ছেলেদের চাইতে আলাদাভাবে চলতে হয়েছে এমনটায় জানান নাফিসের মা । ছেলে মেডিকেলে সুযোগ পেয়েও হিমশিম খাচ্ছেন নাফিসের মা বাবা, সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মা বাবা সরকারের কাছে সাহায্য আবেদন জানান। নাফিসের স্বপ্ন মেডিকেলে পড়াশোনা শেষ করে,মেডিসিন বিভাগের ডাক্তার হয়ে, গ্রামের অসহায় মানুষদের সেবা করতে চান।নাফিসের এই সাফল্যের কথা শুনে গাইবান্ধা জেলা প্রশাসক, চৌধুরী আহমেদ মোয়াজ্জেম জানান, গরিব মেধাবী নাফিসের ফলাফল ভালো হাওয়াতে ভীষণ খুশি তিনি,
যে কোনো সহযোগিতা লাগলে জেলা প্রশাসক পাশে থাকবেন বলে জানান ।
0 coment rios: