বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বিদায়ী বছরে বরিশালের সরকারী হাসপাতালে ৯ হাজার ডেঙ্গু রোগীর ৬৪ জনের মৃত্যু হয়েছে

ডেস্ক রিপোর্ট নওগাঁ প্রতিদিন :

বরিশালের সরকারী হাসপাতালগুলোতে প্রায় ৯ হাজার নারী-পুরষ ও শিশু ডেঙ্গু নিয়ে ভর্তি সহ ৬৪ জনের মৃত্যুর মধ্যে দিয়ে ২০২৪-এর বিদায় হয়েছে। তবে ডিসেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ আশাতীতভাবে হ্রাস পেলেও এসময়ে মৃত্যুর মিছিলে আরো ৯জনের নাম যোগ হয়েছে। নভেম্বর মাসে বরিশালের সরকারী হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২,৫৪১ থেকে ডিসেম্বরে সংখ্যাটা ৮৭২ জনে হ্রাস পেলেও সরকারী হাসপাতালের অন্তত ৪গুন রোগী বেসরকারী হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন।

এমনকি সরকারী হাসপাতালের বাইরে আরো বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বিশেষজ্ঞ চিকিৎসকগন জানিয়েছেন। বিগত বছরগুলোতে সেপ্টেম্বরের শেষভাগেই বরিশাল অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ হ্রাস পেতে দেখা গেলেও গত অক্টোবরেও বরিশালের সরকারী হাসপাতালগুলোতে ভর্তিকৃত রোগীর সংখ্যা ছিল আড়াই হাজারের বেশী।

এসময়ে মারা গেছেন ১৭ জন। এমনকি অক্টোবর পেরিয়ে পুরো নভেম্বর যুড়েই ডেঙ্গুর দাপটে জনমনে উদ্বেগ উৎকন্ঠা অব্যাত ছিল। বিদায়ী বছরে বিলম্বিত বর্ষণে ভর করে এডিস মশার দাপটে গোটা বরিশালে প্রাণঘাতি রোগ ডেঙ্গুর সংক্রমন সাধারন মানুষ থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ সহ চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের মধ্যেও উদ্বেগ ছড়াচ্ছে।

বরিশাল সিটি করপোরেশন সহ বিভিন্ন পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এডিস মশা নিয়ন্ত্রনে কার্যকরি ব্যবস্থা গ্রহনের তাগিদ দেয়া হলেও স্বাস্থ্য বিভাগে মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সে ক্ষেত্রে সফল হতে না পাড়ায় এবার বর্ষা,শরৎ ও হেমন্ত পেরিয়ে শীতেও ডেঙ্গু উদ্বেগ ছড়াচ্ছে।

এমনকি বিদায়ী বছরে শহরের তুলনায় গ্রামঞ্চলে ডেঙ্গু রোগী সংখ্যা বেশী বলেও পরিলক্ষিত হচ্ছে। আর সরকারী হাসপাতালগুলোতে মারা যাওয়া ৬৪ জনের অধিকাংশই গ্রামাঞ্চলের বলে জানা গেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: