রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মান্দায় কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ৫৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


মহসিন রেজা :

নওগাঁর মান্দায়  ঐতিহ্যবাহী কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ৫৪ তম ক্রীড়া প্রতিযোগিতায় ১৯/০১/২০২৫ ইংরেজি সকাল ৮ টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান এর মাধ্যম দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা কার্যক্রম শুরু হয়। এই অনুষ্ঠানে খেলাধুলার জন্য কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা সহ আশেপাশে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবং খেলা শেষে তাদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। উক্ত খেলাধুলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু । এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকার অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মান্দা নওগাঁ, গোলাম সারোয়ার (স্বপন) প্রধান শিক্ষক ডিএ উচ্চ বিদ্যালয় মান্দা নওগাঁ সাবেক সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা শাখা, প্রফেসর মোহাম্মদ এমদাদুল হক মান্দা থানা বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মান্দা থানা শিক্ষক সমিতির সভাপতি ইরফান আলী মন্ডল, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ। ক্রিয়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডাঃ ইকরামুল বারি টিপু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক এবং বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তিনি ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে আরো বলেন বর্তমানে যুবসমাজ নেশায় আসক্ত হচ্ছে এই নেশা থেকে দূরে সরে আসার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতি এবং পড়াশোনা প্রতি মনোযোগ বৃদ্ধি করাতে হবে তাহলেই যুবসমাজকে মাদকমুক্ত সমাজ হিসাবে গড়ে তোলা সম্ভব। এই অনুষ্ঠানের পরিচালনা সার্বিক দিক দেখাশোনা করেন কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন শারীরিক শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক মাহাতাব হোসেন, সহকারী শিক্ষিকা রোকেয়া খাতুন, সহ বিদ্যালয়ের শিক্ষকv শিক্ষিকা গণ পরিচালনা করে থাকেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে সমাপ্ত ঘোষণা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: