রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নওগাঁয় বিশ্বইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে মানববন্ধন




মহসিন রেজা:

 নওগাঁয় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েখ, তাবলিগী  সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধনে নওগাঁ শহরের সরিষা হাটির মোড় থেকে কাজীর মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুইপাশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ২ হাজার তাবলিগী জনতার উপস্থিতিতে রোববার সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। 


মানববন্ধনে বক্তারা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত হামলায় চারজন শহীদ ও শতাধিক আহত হওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা জানান। একই সাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি ও সাদ পন্থীদের কর্মকান্ড নিষিদ্ধের দাবী জানানো হয়।


মানববন্ধনে মাওলানা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আবু বকর সিদ্দিক, মুফতি ওলিইল্লাহ সিদ্দিক, মাওলানা মুফতি ফিরোজ আহমেদ, মাওলানা জামিল হোসেন, মাওলানা রেদওয়ানুল্লাহ, মাওলানা হারুনও হাফিজুর রহমানসহ অন্যরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: