শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মান্দায় প্রথমবারের মতো মাল্টা চাষে বাজিমাত করেন


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় ভোরের সূর্য উঁকি দিতেই বাগান ঝলমল হয়ে ওঠে। দখিনা বাতাসে দোল খায় সবুজ মাল্টা। পুরো বাগান জুড়ে যেন সবুজের সমারোহ। বাগানের প্রতিটি মাল্টা গাছে ধরেছে মাল্টা। বাগানের এ অপরূপ দৃশ্য দেখা গেল মান্দা উপজেলার মান্দা ইউনিয়নের সাপুর  গ্রামের সফল কৃষি উদ্যোক্তা  মুকিমুল ইসলামের   বাগানে। জানা যায়, এ বছর তিনি ২-৩ লাখ টাকার বারি-১ মাল্টা বিক্রি করবেন বলে আশা করেন। নতুন এ মাল্টা চাষে তিনি রীতিমত বাজিমাত করেছেন। তার এ বাগান দেখতে ছুটে আসছেন দূর-দুরান্তের অনেক কৃষক।  তার বাগানে রয়েছে ২৫০টি মাল্টা গাছ। প্রতিটি গাছে ৭০-৮০টি করে মাল্টা ধরে আছে। যার প্রতিটি মালটার সাইজ প্রায় ৩শ’ গ্রাম। ২-৪টি হয় ১ কেজি। উদ্যোক্তা মুকিমুল ইসলাম  জানান, নিজের ১ একর  জমিতে তিনি এ মাল্টা চাষ করেছেন। 

মান্দা  উপজেলার কৃষি কর্মকর্তা শায়লা শারমিন  বলেন, এ উপজেলায়  অধিকাংশ চাষি মাল্টা চাষে অগ্রসর হচ্ছেন। আমরা মান্দা উপজেলা  মাল্টা চাষে চাষিদের উদ্বুদ্ধ ও পরামর্শ প্রদান করছি। মান্দা উপজেলার মুকিমুল   ইসলাম  মাল্টা চাষে বেশ সাফল্য পেয়েছে।

তার মতো আরও যারা মাল্টাচাষি আছে তাদের আমরা সঠিকভাবে কৃষি বিভাগ থেকে পরামর্শ ও সহযোগিতার চেষ্টা করছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: