বুধবার, ১৯ মার্চ, ২০২৫

কালিগঞ্জের মৌতলায় আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

কালিগঞ্জের মৌতলায় আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের অভিযোগ

 


কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ 


সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় আদালতের আদেশ উপেক্ষা করে ধানের জমিতে মাটি ভরাট করাসহ জবর দখলের অভিযোগ উঠেছে। শান্তিরক্ষা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয় এমন আদেশে থানা থেকে নোটিশ দিলেও অজ্ঞাত শক্তির জোরে হীন কর্মকান্ড করে চলেছে মৌতলার পরমানন্দকাটি গ্রামের মৃত আঃ মোত্তালেব এর ছেলে আবু হায়াত ইছাসহ তার সহযোগীরা। থানা ও ভুক্তভোগী পরিবারের সদস্য একই গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাস এর ছেলে মাহবুবর রহমান বিশ্বাস গং সূত্রে জানগেছে, গত ১৪/০৮/ ২০০১ তারিখে ৩৪৯০ নং দলিল মূলে মাহবুবর রহমান গং শান্তিপূর্ণ ভাবে ফসলাদী করে আসছিলো। হঠাৎ ওই জমি জবর দখলের লক্ষে গত ১৫/০৩/২০২৫ তারিখ রাত আনুঃ ৯টা হতে রাত ৪ টা পর্যন্ত আবু হায়াত ইছা ও তার পুত্ররাসহ রাঠিয়াল বাহিনী টলিবর্তি করে মাটি ভরাট করে ঘেরাবেড়া দিতে থাকে। এঘটনায় মাহবুবর রহমান বাদী ১৭/০৩/২৫ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রৈট আদালতে পি-৪১৫/২৫ মামলা রুজু করেন। বিজ্ঞ আদালত অন্য কোন আদালতে ভিন্ন কোন আদেশ না থাকলে পরবর্তী শুনানী পর্যন্ত নালিশী সম্পত্তিতে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কালিগঞ্জ থানাকে নির্দেশ দেন। গত ১৭ মার্চ ২০২৫ তারিখে থানার এ এস আই সুব্রত কুমার দেবনাথ স্বাক্ষরিত উভয়কে নোটিশ দেন। অথচ আদালত ও থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধীয় জমিতে মাটি ভরাট ও ঘেরাবেড়া দেওয়ায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করছে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন ব্যাক্তিবর্গ। এব্যাপারে থানার এএসআই সুব্রত কুমার দেবনাথের সাথে কথা হলে তিনি বলেন আদালতের আদেশে আইন শৃঙ্খলা স্থিতি অবস্থা বজায় রাখতে নোটিশ দিয়েছি। কেহ আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কামারজানীতে জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামারজানীতে জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


মো: শুভ ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি। 


গাইবান্ধা প্রতিনিধি: ১৯ মার্চ গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানী ইউনিয়নে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারজানী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ক্বারী মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল,  বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক, সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ নুরুন্নবী সরকার ।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মোঃ সাইদুর রহমান সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার প্রচার মিডিয়া ও অফিস সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম প্লাবন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ  গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রাহুল ইসলাম রুবেল প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ রেজওয়ান হোসেন৷

পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩জনের জেল-জরিমানা

পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩জনের জেল-জরিমানা

 


মো: শুভ ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি। 

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল ও জরিমানা করা হয়।

আটককৃতরা হলেন,হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল(৪২)করতোয়া পাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া(৪০)গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল(৪০)।

এদের মধ্যে জাহাঙ্গীর মন্ডলকে ৩মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা,মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা,মাসুদ মিয়াকে ৩মাস কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করা হয়।

বিকেল সাড়ে চারটার দিকে সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার।

এ সময় মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার(ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার সময়ের কণ্ঠস্বরকে জানান,অভিযোগের ভিত্তিতে তাদের বাড়ীতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের পাওয়া গেলে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

 


আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা 

সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পরিধান মালা ২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) এর অধীন সদস্য সদস্যা সমন্বয়ে যশোর বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয়ের পরিদর্শক ড, মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করে ১৬/৩/২০২৫ তারিখ বিদ্যালয়ে পত্র প্রেরণ করেন।এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকবর আলী,অভিভাবক সদস্য শেখ শহিদ উদ্দিন এবং সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এডহক কমিটির সভাপতি হওয়ায় এলাকার সকল স্তরের অভিভাবক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নওগাঁর আত্রাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নওগাঁর আত্রাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

 


নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন।


মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত উপজেলার কালিকাপুরের বিষ্ণুপুর এলাকায় মেসার্স ও এসবি ব্রিকসে অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার মোট ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো।


উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকুর রহমান আবরার এ সময় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস, আনসারসসহ অন্যরা সার্বিক সহযোগিতায় ছিল।


জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মান্দায় জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী  সমবায় দলের  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মান্দায় জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী সমবায় দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী  শ্রমিক দলের ও জাতীয়তাবাদী সমবায় দলের ১০ নং  নুরুল্যাবাদ ইউনিয়নের উদ্যোগে চকভোলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার  বিকালে উপজেলার চকভোলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  এ আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সমবয় দলের নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি  আব্দুল মতিন এর  সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা, ইকরামুল বারী টিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের মান্দা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মুকুল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী সমবায় দলের ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের আহবায়ক আবুল হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার আহবায়ক কমিটির অন্যতম সদস্য রইস উদ্দিন মোল্লা,   অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল আদেশ প্রত্যাহোরের দাবীতে নওগাঁয় মানববন্ধন

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল আদেশ প্রত্যাহোরের দাবীতে নওগাঁয় মানববন্ধন

 


মহসিন রেজা 

নওগাঁয় দেশের অন্যতম পত্রিকা দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় অবৈধ দখল মুক্ত এবং ঠুনকো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) সকালে জেলা শহর মুক্তির মোড়ে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।


জেলায় কর্মরত প্রায় অর্ধ শতাধিক সাংবাদিকের অংশ গ্রহণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, বক্তব্য রাখেন  ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ,সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি,ডিবিসির নওগাঁ প্রতিনিধি একে সাজু,এশিয়ান টিভির নওগাঁ প্রতিনিধি রাশেদুজ্জামান, এটিএন নিউজের নওগাঁ প্রতিনিধি আব্দুর রাকিব।


মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এখন টিভির নওগাঁ প্রতিনিধি আব্বাস আলী, দীপ্ত টিভির নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ রিপন, দেশ রুপান্তরের প্রতিনিধি পারভেজ রহমান, যায়যায়দিনের আত্রাই প্রতিনিধি ওমর ফারুক, মান্দা প্রতিনিধি মাহাবুবুজ্জামান সেতু,সোনালী কন্ঠের স্টাফ রিপোর্টার সাইফুল ওয়াদুদ, বাংলাদেশ সমাচারের নওগাঁ প্রতিনিধি আসাদুজ্জামান।


এসময় বক্তারা অবিলম্বে যায়যায়দিন পত্রিকার অবৈধ দখল মুক্ত এবং ঠুনকো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহোরের দাবী জানান। পরে যায়যায়দনের জেলা প্রতিনিধি রুহুল আমিন ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি জমা দেন।

সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৭৫ বছরের বৃদ্ধ আটক

ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৭৫ বছরের বৃদ্ধ আটক

 


মো: শুভ ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।  


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ ) দুপুর ২টার দিকে কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মোছা. লামিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) কৌশলে শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে।  


পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।  


ফুলছড়ি থানার পুলিশ জানায়,ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"**  


ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের জঘন্য অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।


পুলিশ আশ্বস্ত করেছে যে, শিশুটির ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মান্দায় গভীর নলকূপ অকেজো, হুমকিতে ২৫০ বিঘা জমির বোরো আবাদ

মান্দায় গভীর নলকূপ অকেজো, হুমকিতে ২৫০ বিঘা জমির বোরো আবাদ

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় বোরিং সমস্যার কারণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপ অনেকটাই অকেজো হয়ে পড়েছে। পরিমাণমত পানি উত্তোলন না হওয়ায় সেচকাজ প্রায় বন্ধ হয়ে গেছে। গত ২০ দিন ধরে এ অবস্থা চলছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামের একটি মাঠে।

সেচকাজ বন্ধ থাকায় এরই মধ্যে অধিকাংশ জমি ফেটে চৌচির হয়ে গেছে। এ অবস্থায় চরম হুমকির মুখে পড়েছে ওই মাঠের অন্তত ২৫০ বিঘা জমির বোরো আবাদ।

গভীর নলকূপের অপারেটর শাহিনুর ইসলাম বলেন, কয়েক বছর ধরে গভীর নলকূপটিতে ঠিকমত পানি উঠছে না। বোরিং পাইপের নিচের কিছু অংশ ছুটে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। বিষয়টি বিএমডিএ কর্তৃপক্ষকে জানালে দফায় দফায় শক্তি কমিয়ে বৈদ্যুতিক মোটর সরবরাহ করছে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এ অবস্থায় সঠিকভাবে সেচ দিতে না পারায় ধানের জমি ফেটে যাচ্ছে।

অপারেটর শাহিনুর ইসলাম আরও বলেন, গত বৃহস্পতিবার রি-বোরিং এর জন্য বিএমডিএ অফিসে ১ লাখ জমা দেওয়া হয়েছে। বারবার মোটর পরিবর্তন না করে সঠিক সময়ে রিং-বোরিং করা হলে মাঠের এ অবস্থা হতো না।

মাঠের কৃষক আশরাফুল ইসলাম বলেন, পিড়াকৈর মাঠের গভীর নলকূপ দিয়ে অন্তত ২৫০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করা হয়। এবার মাঠে সরিষার আবাদ থাকায় দেরিতে রোপণ কাজ শেষ হয়েছে। এরপর হঠাৎ করেই নলকূপ দিয়ে পানি উঠা বন্ধ হয়ে যায়। সময়মতো সেচ দিতে না পারায় ধানের জমি ফেটে গেছে।

একই মাঠের কৃষক রতন চন্দ্র প্রামাণিক বলেন, ‘মাঠে আমি সাড়ে ৩ বিঘা জমিতে ধানের আবাদ করেছি। ধান লাগানোর পর থেকেই পানির সমস্য দেখা দিয়েছে। এ অবস্থায় মাঠের পাশের একটি পুকুর থেকে শ্যালোমেশিনে পানি তুলে খেত বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। শুধু শুধু খরচ বেড়েছে। পানির অভাবে ফসল ভালো না হলে চরম ক্ষতির মুখে পড়তে হবে।’

এ প্রসঙ্গে বিএমডিএর সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান বলেন, গভীর নলকূপটির বোরিং পাইপের নিচের একটা অংশ ছুটে যাওয়া পানি উত্তোলনের পরিমাণ কমে গেছে। মাঝে মাঝে তা বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় সেখানে রি-বোরিং এর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামি এক সপ্তাহের মধ্যে নলকূপটি চালুর করা সম্ভব হবে বলে আশা করছি।

কালিগঞ্জে বখাটের আক্রমনে ব্যবসায়ী বাশার হাসপাতালে

কালিগঞ্জে বখাটের আক্রমনে ব্যবসায়ী বাশার হাসপাতালে

 


এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ


কালিগঞ্জের পল্লীতে বখাটে ও মাদকসেবী আব্দুস সামাদ মিঠু এবং তার দোসরদের হামলায় গুরুতর যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্যবসায়ী হাবিবুল বাশার সাহাজী। তিনি উপজেলার ভাড়াশিমলা গ্রামের মোশারফ সাহাজীর ছেলে। থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, পবিত্র এই রমজানের সময়েও রোজাদার ব্যবসায়ীকে পুর্ব পরিকল্পিতভাবে একাকী পেয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময়ে ভাড়াশিমলা গ্রামের জমাত আলী সাহাজীর ছেলে মাদকসেবী বিভিন্ন অপকর্মের হোতা আব্দুস সামাদ মিঠু ও একই গ্রামের মতিয়ারের ছেলে জিয়া এবং সন্ত্রাসী মিঠু সাহাজী গত ১৬ মার্চ ২৫ তারিখে সকাল সাড়ে ৮টায় ভাড়াশিলা বাজারে কাঁচামাল ব্যবসায়ীর হাবিবুল বাশারের কাছে থেকে নগদ ১৫ হাজার ৫শ টাকা, ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। এবং ধারালো ছুরি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্যেশে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে ফুলা যখম করে ফেরে যায়। এসময়ে হুমকী দিয়ে মিঠু সহ তার দোসররা নানান রকম হুমকী ধমকী দিয়ে আস্ফালন করে। বর্তমানে হাবিবুল বাশার সাহাজী কালিগঞ্জ হাসপাতালের ১৩ নম্বর পুরুষ বেডে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় হাবিবুল বাশার এর মাতা হালিমা খাতুন বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।